Ajker Patrika

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে জিনজিয়াংয়ে যেতে দেবে চীন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৮: ৫৫
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে জিনজিয়াংয়ে যেতে দেবে চীন

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেটকে জিনজিয়াং সফরের অনুমতি দেবে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এমনটি জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

জিনজিয়াং সফরে যেতে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, জিনজিয়াংয়ের শিবিরে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন। তবে এই অভিযোগ চীন বরাবরই অস্বীকার করে। তাদের দাবি, ওই অঞ্চলে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় তারা ভকেশনাল ট্রেনিং কর্মসূচি চালু রেখেছে। 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, মিশেল ব্যাচেলেট সম্প্রতি জিনজিয়াং সফরে যেতে চীন সরকারের অনুমোদন পেয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার পর পর যেকোনো সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। তবে পূর্বশর্ত হিসেবে বলা হয়েছে, এই সফর ‘বন্ধুত্বপূর্ণ’ হতে হবে। আর এতে তদন্তের কোনো কাঠামো থাকবে না। চীন চায়, মিশেল ব্যাচেলেটের কার্যালয় অলিম্পিকের আগ পর্যন্ত যেন জিনজিয়াং-বিষয়ক প্রতিবেদন প্রকাশ আটকে রাখে। 

এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অলিম্পিকের আগেই ওই প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে ব্যাচেলেটের পক্ষ থেকে কোনো  মন্তব্য করা হয়নি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিনিময় ও সহযোগিতার উদ্দেশ্যে ব্যাচেলেটকে অনেক আগে জিনজিয়াং সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে চীন যেকোনো রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত