Ajker Patrika

তাইওয়ান ছেড়ে চীনের বন্দরে ভিড়ল নাউরুর তরি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০: ০২
Thumbnail image

চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশ নাউরু। মাত্র ১০ দিন আগেই তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল দেশটি। গতকাল বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নাউরুর পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়ার সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তার আগে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়। সে সময় ওয়াং ই ও লিওনেল আইঙ্গিমিয়া উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ চীন ও নাউরুর মধ্যকার সম্পর্কের একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। তিনি আরও বলেন, ‘নাউরু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ১৮৩তম দেশ।’ 

এর আগে চলতি বছরে ১৬ জানুয়ারি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল, তার মধ্যে নাউরু একটি। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে নাউরু জানিয়েছিল, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে ২০০২ সালের পরপরই নাউরু এক চীননীতিকে স্বীকৃতি দেয় এবং চীনকেই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়। 

নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না, বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত