Ajker Patrika

আন্তসীমান্ত সেতু উদ্বোধন করল চীন-রাশিয়া

আপডেট : ১১ জুন ২০২২, ১৫: ৪০
আন্তসীমান্ত সেতু উদ্বোধন করল চীন-রাশিয়া

ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও চীনের সম্পর্কে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে একটি আন্তসীমান্ত সেতু উদ্বোধন করা হয়েছে। রাশিয়ার শহর ব্লাগোভেশ্চেনস্ক এবং চীনের হেইহে শহর দুটিকে যুক্ত করবে এক কিলোমিটার দীর্ঘ এই সেতু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

উভয় দেশের আশা, এই সেতু দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে, যা ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে রাশিয়াকে সহায়তা করবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যকার যোগাযোগব্যবস্থাকেও আরও সহজ করবে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৯ বিলয়ন রুবল (রাশিয়ার মুদ্রা) বা ৩৪২ মিলিয়ন ডলার ব্যয়ে আমুর নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। আমুর নদী চীনে হেইলংজিয়াং নামেও পরিচিত। 

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এই সেতু মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে চীন-রাশিয়া ঘোষিত ‘সীমাহীন বন্ধুত্ব’ এগিয়ে নিতে এই সেতু সহায়ক ভূমিকা পালন করবে। ক্রেমলিনের প্রতিনিধি ইউরি ত্রান্তেভ বলেছে, ‘আজকের বিভক্ত পৃথিবীতে রাশিয়া ও চীনের মধ্যকার ব্লাগোভেশ্চেনস্ক-হেইহে সেতু এক বিশেষ অর্থ বহন করে।’ 

এদিকে চীনের উপপ্রধানমন্ত্রী হু চুনহুয়া সেতুটির উদ্বোধন প্রসঙ্গে বলেছেন, চীন রাশিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই কার্যকর সহযোগিতা বৃদ্ধি করতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত