যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। গতকাল চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।
জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে–২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে।
চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।
চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এ ছাড়া চীনের চেংডু জে-১০—যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত—এর নকশা মার্কিন এফ-১৬–এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। গতকাল চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।
জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে–২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে।
চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।
চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এ ছাড়া চীনের চেংডু জে-১০—যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত—এর নকশা মার্কিন এফ-১৬–এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
১ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
১ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
২ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
২ ঘণ্টা আগে