Ajker Patrika

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২০
তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত

তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের ওপর দিয়ে উড়ছে। আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন গতকাল শুক্রবার ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে। গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান। এবারই সর্বোচ্চসংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে।

গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ কখনোই বন্ধ করেনি দেশটি। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন।

গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান। কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল।

নির্বাচনে জয়লাভ করা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিংকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে। ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে, লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে। কিন্তু নির্বাচনের পরপরই বিশালসংখ্যক যুদ্ধবিমান ও নৌযান পাঠায়নি চীন।

তাইপের তথ্যানুসারে, ১৩ জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছিল। তাইপের আকাশসীমায় এটিই চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা। তবে ২৪ ঘণ্টার হিসাবে চীন সবচেয়ে বেশিসংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে। তখন তাইওয়ানের চারপাশে ১০৩টি চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত