Ajker Patrika

প্রেসিডেন্ট হিসেবে তিব্বতে সি চিন পিংয়ের প্রথম সফর

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২: ৩৬
প্রেসিডেন্ট হিসেবে তিব্বতে সি চিন পিংয়ের প্রথম সফর

চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো তিব্বত সফর করেছেন সি চিন পিং। দুই দিনের সফরে জুলাইয়ের ২১-২২ তারিখ তিনি তিব্বতে ছিলেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১১ সালে সি চিন পিং তিব্বত সফরে গিয়েছিলেন। তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 

সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সি চিন পিং সরকারি ফ্লাইটে বেইজিং থেকে প্রথমে তিব্বতের নিংচিতে নামেন। এরপর সেখান থেকে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান তিনি। এরপর লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী নেতা ও সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, হিমালয় পর্বতঘেরা তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত। ১৯৫০ সাল থেকে অঞ্চলটি দখল করে আছে চীন। এই ইস্যুতে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। গত বছর সংঘাতের ঘটনাও ঘটে।

সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চীনের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউক্সিয়া এবং চীনের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ জেনারেল ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত