চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, উভয় দেশের (যুক্তরাষ্ট্র ও চীন) মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের সমান সহযোগিতা অংশীদারত্বই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে। চীন সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে বেইজিংয়ে বৈঠককালে কিয়াং এ কথা বলেন। জবাবে জিনা রাইমন্দো বলেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
লি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিকভাবে সুবিধাজনক এবং দুই পক্ষের জন্যই ইতিবাচক। কিন্তু অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর মধ্যে রাজনীতি আনলে তা কেবল দুই পক্ষের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও আস্থাকেই বিনষ্ট করবে না, পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও জনগণের স্বার্থকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া এই অবস্থা বিশ্ব অর্থনীতিতেও বিপর্যয়কর প্রভাব ফেলবে।’
লি আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের সুন্দর সম্পর্ক দুই দেশের পাশাপাশি বিশ্বকে উপকৃত করে। বালিতে দুই দেশের শীর্ষ নেতারা যে এজেন্ডাগুলোতে একমত হয়েছিলেন, সেগুলো নিয়ে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্র গুরুত্বারোপ করছে দেখে চীন আনন্দিত।’
চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সমান সহযোগিতা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সঠিক পথ। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে এবং এগিয়ে নিতে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে চীনের সঙ্গে কাজ করবে।’ তিনি বলেন, চীন অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু বিকাশে ইচ্ছুক। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র একই বিষয়ে চীনের সঙ্গে কাজ করবে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাইডেন প্রশাসন চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশটির জনগণের জীবনযাত্রার অগ্রযাত্রাকে সমর্থন করে। চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটন চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না, চেষ্টাও করে না।’ তিনি আরও বলেন, ‘আমরা যোগাযোগ এবং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নয়ন ধরে রাখতে চাই।’
চীনে মার্কিন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান, কিন্তু পরিবেশ ইতিবাচক না হওয়ায় তাঁরা বিনিয়োগ করতে চান না। এ বিষয়ে জিনা রাইমন্দো বলেন, ‘আমরা ক্রমাগতই মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে, চীন বিনিয়োগ অযোগ্য দেশ। কারণ এখানে বিনিয়োগ করা এখন ঝুঁকিপূর্ণ।’
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, উভয় দেশের (যুক্তরাষ্ট্র ও চীন) মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের সমান সহযোগিতা অংশীদারত্বই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে। চীন সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে বেইজিংয়ে বৈঠককালে কিয়াং এ কথা বলেন। জবাবে জিনা রাইমন্দো বলেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
লি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিকভাবে সুবিধাজনক এবং দুই পক্ষের জন্যই ইতিবাচক। কিন্তু অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর মধ্যে রাজনীতি আনলে তা কেবল দুই পক্ষের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও আস্থাকেই বিনষ্ট করবে না, পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও জনগণের স্বার্থকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া এই অবস্থা বিশ্ব অর্থনীতিতেও বিপর্যয়কর প্রভাব ফেলবে।’
লি আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের সুন্দর সম্পর্ক দুই দেশের পাশাপাশি বিশ্বকে উপকৃত করে। বালিতে দুই দেশের শীর্ষ নেতারা যে এজেন্ডাগুলোতে একমত হয়েছিলেন, সেগুলো নিয়ে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্র গুরুত্বারোপ করছে দেখে চীন আনন্দিত।’
চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সমান সহযোগিতা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সঠিক পথ। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে এবং এগিয়ে নিতে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে চীনের সঙ্গে কাজ করবে।’ তিনি বলেন, চীন অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু বিকাশে ইচ্ছুক। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র একই বিষয়ে চীনের সঙ্গে কাজ করবে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাইডেন প্রশাসন চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশটির জনগণের জীবনযাত্রার অগ্রযাত্রাকে সমর্থন করে। চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটন চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না, চেষ্টাও করে না।’ তিনি আরও বলেন, ‘আমরা যোগাযোগ এবং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নয়ন ধরে রাখতে চাই।’
চীনে মার্কিন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান, কিন্তু পরিবেশ ইতিবাচক না হওয়ায় তাঁরা বিনিয়োগ করতে চান না। এ বিষয়ে জিনা রাইমন্দো বলেন, ‘আমরা ক্রমাগতই মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে, চীন বিনিয়োগ অযোগ্য দেশ। কারণ এখানে বিনিয়োগ করা এখন ঝুঁকিপূর্ণ।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৮ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১২ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৪ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে