Ajker Patrika

করোনার উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় গবেষণায় চীনের ‘না’

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২১, ২২: ৪১
করোনার উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় গবেষণায় চীনের ‘না’

করোনাভাইরাসের উৎস জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় পর্যায়ের গবেষণার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে চীন । দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এ তত্ত্বে ওপর ভিত্তি করে চীনে আবারও অনুসন্ধান পরিকল্পনা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ নিয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইসিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের অধীনে একটি গবেষণার লক্ষ্যের তালিকায় পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় তিনি ‘অবাক’ হয়েছেন

জেং ইসিন বলেন, করোনাভাইরাসের উৎস জানতে পরবর্তী পর্যায়ের অনুসন্ধানের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা সাধারণ জ্ঞানের প্রতি সম্মান দেখায়নি, এবং এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমাদের পক্ষে এমন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব না।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান আরও উল্লেখ করেন যে, এ বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুসংগঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি টিম উহান সফর করেছেন। তারা বলেছেন, গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বের ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত