Ajker Patrika

চীনে সাড়ে ৬ কোটি বছরের পুরোনো ডাইনোসরের ভ্রূণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
চীনে সাড়ে ৬ কোটি বছরের পুরোনো ডাইনোসরের ভ্রূণ

চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং। 

গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো। 

এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন। 

ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর। 

মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত