চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো।
এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন।
ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর।
মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো।
এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন।
ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর।
মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
১৩ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
১৯ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে