Ajker Patrika

আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১০: ৩৮
আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না 

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোয় আগামী মাসে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় নারী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের উচ্চশিক্ষা সীমাবদ্ধ রাখতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কাবুলসহ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। ওই প্রতিষ্ঠানগুলোয় আগামী ফেব্রুয়ারির শেষের দিকে ভর্তি পরীক্ষা হওয়ার কথা। যেসব প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের নির্দেশ মানবে না, তাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

গত বছরের ডিসেম্বরে উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোয় যেন নারী শিক্ষার্থীদের পাঠদান না করানো হয়। এর কয়েক দিন পর দেশটিতে বিভিন্ন এনজিওতে নারীদের কাজ করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া বেশির ভাগ বালিকা উচ্চবিদ্যালয়ও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত