বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমারে জান্তা বাহিনীর অন্তত ১৫ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির কারেন রাজ্যে সাগাইন অঞ্চলে ওই ১৫ জন মারা গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। স্থানীয় সময় আজ বুধবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সহযোগী যোদ্ধাদের পৃথক আক্রমণে কারেন রাজ্যের কাউকারেইক অঞ্চলে সাত জান্তা সৈন্যের মৃত্যু হয়। বাকি আট সৈন্যের মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।
কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে আজ বুধবার জানিয়েছে, কেএনএলএ জান্তাবাহিনীর দখলে থাকা একটি চৌকি দখল করে নিয়েছে। আক্রমণের মাত্র ১৭ মিনিটের মাথায় তারা ওই চৌকিটি দখল করে নেয়। এ সময় সাত সেনার মৃত্যু হয় এবং আরও দুজন আগত হন। কেএনইউ এরই মধ্যে ওই চৌকি থেকে উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদের ছবি প্রকাশ করেছে।
এদিকে জান্তাবিরোধী ঐক্য জোরদার করতে একসঙ্গে বৈঠকে বসেছিল দেশটির সাতটি আদিবাসী সশস্ত্র সংগঠন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটির ওয়া রাজ্যের পাংঘশাংয়ে ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যোগ দেওয়া ওই সাতটি সশস্ত্র সংগঠন হলো—ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), আরাকান আর্মি (এএ), ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এনডিএএ), শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ)। প্রথম ছয়টি সংগঠনের প্রধান সারির নেতারা বৈঠকে যোগ দেন। শুধু কাচিন ইনডিপেনডেন্ট আর্মি বৈঠকের ভোজসভায় তাদের প্রতিনিধিদল পাঠায়। সংগঠনটি মূল বৈঠকে অংশ নেয়নি।
বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমারে জান্তা বাহিনীর অন্তত ১৫ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির কারেন রাজ্যে সাগাইন অঞ্চলে ওই ১৫ জন মারা গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। স্থানীয় সময় আজ বুধবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সহযোগী যোদ্ধাদের পৃথক আক্রমণে কারেন রাজ্যের কাউকারেইক অঞ্চলে সাত জান্তা সৈন্যের মৃত্যু হয়। বাকি আট সৈন্যের মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।
কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে আজ বুধবার জানিয়েছে, কেএনএলএ জান্তাবাহিনীর দখলে থাকা একটি চৌকি দখল করে নিয়েছে। আক্রমণের মাত্র ১৭ মিনিটের মাথায় তারা ওই চৌকিটি দখল করে নেয়। এ সময় সাত সেনার মৃত্যু হয় এবং আরও দুজন আগত হন। কেএনইউ এরই মধ্যে ওই চৌকি থেকে উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদের ছবি প্রকাশ করেছে।
এদিকে জান্তাবিরোধী ঐক্য জোরদার করতে একসঙ্গে বৈঠকে বসেছিল দেশটির সাতটি আদিবাসী সশস্ত্র সংগঠন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটির ওয়া রাজ্যের পাংঘশাংয়ে ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যোগ দেওয়া ওই সাতটি সশস্ত্র সংগঠন হলো—ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), আরাকান আর্মি (এএ), ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এনডিএএ), শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ)। প্রথম ছয়টি সংগঠনের প্রধান সারির নেতারা বৈঠকে যোগ দেন। শুধু কাচিন ইনডিপেনডেন্ট আর্মি বৈঠকের ভোজসভায় তাদের প্রতিনিধিদল পাঠায়। সংগঠনটি মূল বৈঠকে অংশ নেয়নি।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৭ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৭ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৮ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৮ ঘণ্টা আগে