অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল বৃহস্পতিবার তারা এমনটি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এ তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর তাঁকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল বাকি হাক্কানি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল।
তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস পার হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভি জাদা বলছেন, `আমরা দেখছি যে তালেবান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।'
এদিকে আজ শুক্রবার নারীদের জন্য স্কুল ও কলেজ বন্ধ করার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। কাবুলের শিক্ষকেরা বলছেন, স্কুল ওো বিশ্ববিদ্যালয় বন্ধ করায় আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে।
আফগানিস্তানের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল বৃহস্পতিবার তারা এমনটি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এ তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর তাঁকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল বাকি হাক্কানি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল।
তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস পার হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভি জাদা বলছেন, `আমরা দেখছি যে তালেবান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।'
এদিকে আজ শুক্রবার নারীদের জন্য স্কুল ও কলেজ বন্ধ করার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। কাবুলের শিক্ষকেরা বলছেন, স্কুল ওো বিশ্ববিদ্যালয় বন্ধ করায় আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনে হামলা চালিয়েছিল বিদ্রোহীরা। এই হামলার দায় স্বীকার করা বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেন ছিনতাইয়ের দৃশ্য সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানে গতকাল মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা একটি ট্রেন ছিনতাই করে প্রায় ৫০০ যাত্রীকে জিম্মি করে। পরে এই হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় বিদ্রোহীরা। প্রায় সাড়ে ৪০০ যাত্রীবাহী জাফর এক্সপ্রেস থেকে এখন পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৩০ বিদ্রোহী...
১ ঘণ্টা আগেমর্মান্তিক এই ঘটনায় নেপাল সরকারের অবস্থান ছিল অমানবিক। হতাহতদের পরিবারকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তারা। তাদের যুক্তি ছিল—দর্শকেরা নিজের ইচ্ছায় খেলা দেখতে গেছে। সেখানে যা ঘটেছে তাতে সরকারের কোনো হাত ছিল না। তাই, সরকার কোনো দায় নেবে না।
৩ ঘণ্টা আগে