Ajker Patrika

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ: নিহত বেড়ে ৯০, আহত ১৫০ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১০: ১০
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ: নিহত বেড়ে ৯০, আহত ১৫০ 

কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫০ জন। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহত আফগানদের মধ্যে ২৮ জন তালেবানের সদস্য রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবানের কর্মকর্তা বলেন, আমেরিকানদের চেয়ে বেশি লোক আমরা হারিয়েছি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১৩ মার্কিন সেনাসহ ৯০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের একটি সহযোগী সংগঠন দায় স্বীকার করেছে। 

তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ইসলামিক এমিরেটস (তালেবান ঘোষিত আফগানিস্তান রাষ্ট্র) কাবুল বিমানবন্দরে বেসামরিক মানুষদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। 

তালেবানের এ মুখপাত্র বলেন, এই বিস্ফোরণ যে স্থানে ঘটেছে সেটি মার্কিন সেনাদের নিরাপত্তার দায়িত্বে ছিল। 

তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে এক বিবৃতিতে বলেছেন, তাঁরা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি কঠোর নজর রাখছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত