Ajker Patrika

আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনারা, তালেবানের বিজয় উল্লাস

আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনারা, তালেবানের বিজয় উল্লাস

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী। ২০০১ থেকে ২০২১ মাঝে কেটে গেছে ২০ বছর। ২০ বছর পর অবশেষে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে মার্কিন সেনাদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিবিসি জানিয়েছে, মার্কিন সেনাদের বহন করা শেষ ফ্লাইটটি গতকাল সোমবার মধ্যরাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মার্কিন সেনারা চূড়ান্তভাবে আফগানিস্তানের মাটি ছেড়ে সরে যাওয়ায় কাবুলের রাস্তায় বিজয় উদ্যাপন করেছে তালেবান। কাবুলের রাস্তায় রাস্তায় আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে বিজয় উল্লাস করছে তালেবান সমর্থকেরা। 

তালেবানের এক প্রতিনিধি জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে।’ তালেবানের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আনাস হাক্কানি বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত।’ 

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এই ঘোষণা দিতে আমি এখানে উপস্থিত হয়েছি।’ 

প্রসঙ্গত, গত এপ্রিলে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর আগে তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল। যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় তালেবান ২০ বছর পর ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত