Ajker Patrika

আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর অঙ্গীকার জি-২০ নেতাদের

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২: ৪৯
আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর অঙ্গীকার জি-২০ নেতাদের

আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর অঙ্গীকার করেছেন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, আফগানিস্তানকে বিশৃঙ্খলার দিকে যেতে দেওয়া উচিত হবে না। 

তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়া আফগানিস্তানকে কীভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে গতকাল মঙ্গলবার জি-২০ নেতাদের ভার্চুয়াল বৈঠকে তারা এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানকে সহায়তা করতে হবে স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে এবং এটি সরাসরি তালেবানকে দেওয়হা যাবে না। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য এ পর্যন্ত সহায়তার যেসব প্রতিশ্রুতি এসেছে, তার বেশির ভাগই জরুরি খাদ্য ও চিকিৎসার জন্য। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন আফগানিস্তানের জন্য ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার সহয়াতার ঘোষণা দিয়েছেন, যার একটি অংশ আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশগুলোও পাবে। 

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেলও আফগানিস্তানকে ৬০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা যদি ধসে পড়ে, তাহলে সেটা কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত