Ajker Patrika

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে অপেক্ষায় ১০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে অপেক্ষায় ১০ হাজার মানুষ

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে ভিড় বাড়তে থাকে। এখনো আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে ১০ হাজারের বেশি মানুষ অপেক্ষা করছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলর। খবর আল জাজিরার। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে প্রায় ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ৮২ হাজারের বেশি মানুষকে কাবুল বিমানবন্দর দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। তাঁরা নিজ নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যারা কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছে তাঁদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন বলেন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।

নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে। 

এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো। কেননা কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা বাড়ছে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কাবুল বিমানবন্দরের বাইরে নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের (তালেবান) নিরাপত্তাকর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাবুল বিমানবন্দরে দায়িত্ব পালন করছে। তারাও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হুমকির মুখে রয়েছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত