Ajker Patrika

তালেবানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতির আশা করছে না রাশিয়া

তালেবানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতির আশা করছে না রাশিয়া

আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ। 

রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি। 

আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা। 

এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল। 

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত