এএফপি, ব্যাংকক
থাইল্যান্ডের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশটির নতুন সরকারের উপদেষ্টা হতে পারেন। বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হতে পারেন তিনি। তবে তা অবশ্যই তাঁর কারামুক্তির পর। গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল।
২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ৭৪ বছর বয়সী থাকসিন ক্ষমতাচ্যুত হয়েছিলেন। গত মাসে তিনি দেশে ফেরেন এবং তাৎক্ষণিকভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কারাগারে যেতে হয়।
থাকসিনের ফেউ থাই পার্টির নতুন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, দুবারের প্রধানমন্ত্রী এখনো তাঁর দেশের সেবা করতে পারেন। নিউইয়র্কের ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, থাইল্যান্ডের সরকার ও জনগণের জন্য কিছু করার সক্ষমতা থাকসিনের রয়েছে বলে তিনি মনে করেন।
থাকসিনের জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে স্রেথা থাভিসিন বলেন, থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন সিনাওযাত্রা সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। সম্ভবত এখনো আছেন।
উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই গতকাল বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে থাকসিন সিনাওয়াত্রাকে রাখার বিষয়টি সমর্থন করেন তিনি।
সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপপ্রধানমন্ত্রী ফুমথাম বলেন, এটি খুব ভালো বিষয় হবে; কারণ, তাঁর (থাকসিনের) সরকার পরিচালনায় ছয় বছরের অভিজ্ঞতা রয়েছে। এতে দেশের উপকার হবে।
দলটির আরেকটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেলে তাঁর সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছে ফেউ থাইয়ের নেতৃত্বাধীন নতুন জোট সরকার।
১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি বিশাল এক রাজনৈতিক দর-কষাকষির অংশ।
থাকসিন সিনাওয়াত্রা যেদিন দেশে ফিরলেন এবং সেদিনই তাঁর প্রতিষ্ঠিত ফেউ থাই পার্টির প্রার্থী স্রেথা থাভিসিনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়।
থাইল্যান্ডের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশটির নতুন সরকারের উপদেষ্টা হতে পারেন। বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হতে পারেন তিনি। তবে তা অবশ্যই তাঁর কারামুক্তির পর। গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল।
২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ৭৪ বছর বয়সী থাকসিন ক্ষমতাচ্যুত হয়েছিলেন। গত মাসে তিনি দেশে ফেরেন এবং তাৎক্ষণিকভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কারাগারে যেতে হয়।
থাকসিনের ফেউ থাই পার্টির নতুন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, দুবারের প্রধানমন্ত্রী এখনো তাঁর দেশের সেবা করতে পারেন। নিউইয়র্কের ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, থাইল্যান্ডের সরকার ও জনগণের জন্য কিছু করার সক্ষমতা থাকসিনের রয়েছে বলে তিনি মনে করেন।
থাকসিনের জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে স্রেথা থাভিসিন বলেন, থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন সিনাওযাত্রা সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। সম্ভবত এখনো আছেন।
উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই গতকাল বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে থাকসিন সিনাওয়াত্রাকে রাখার বিষয়টি সমর্থন করেন তিনি।
সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপপ্রধানমন্ত্রী ফুমথাম বলেন, এটি খুব ভালো বিষয় হবে; কারণ, তাঁর (থাকসিনের) সরকার পরিচালনায় ছয় বছরের অভিজ্ঞতা রয়েছে। এতে দেশের উপকার হবে।
দলটির আরেকটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেলে তাঁর সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছে ফেউ থাইয়ের নেতৃত্বাধীন নতুন জোট সরকার।
১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি বিশাল এক রাজনৈতিক দর-কষাকষির অংশ।
থাকসিন সিনাওয়াত্রা যেদিন দেশে ফিরলেন এবং সেদিনই তাঁর প্রতিষ্ঠিত ফেউ থাই পার্টির প্রার্থী স্রেথা থাভিসিনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়।
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৪ ঘণ্টা আগে