অনলাইন ডেস্ক
জাপানি টিভি ব্যক্তিত্ব রিউচেলকে টোকিওতে অবস্থিত একটি এজেন্ট অফিস থেকে মৃত অবস্থায় পেয়েছেন তাঁর ম্যানেজার।
২৭ বছর বয়সী রিউচেলের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, আলোচিত ওই ব্যক্তিত্ব আত্মহত্যা করেছেন কি-না তা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে রিউচেল তাঁর সহকর্মী মডেল পেকোকে বিয়ে করেছিলেন। এই জুটির একটি ছেলে সন্তানও আছে।
গত বছরের আগস্টে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় রিউচেল নিজেকে আর পুরুষ নন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে অনলাইনে প্রচুর ট্রলেরও শিকার হন তিনি।
সে সময় একটি ইনস্টাগ্রাম পোস্টে রিউচেল জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তিনি পেকো এবং তাঁদের ছেলের সঙ্গেই থাকবেন।
তবে অনেকে রিউচেলকে ‘না থাকা বাবা’ বলে অভিহিত করতেন এবং তাঁর সিদ্ধান্তের সমালোচনা করতেন। যদিও পরবর্তীতে একটি ইউটিউব ভিডিওতে রিউচেলের সঙ্গে পেকো উপস্থিত হয়েছিলেন এবং তিনি তাঁর প্রাক্তন স্বামীর পক্ষে মতামত দিয়েছিলেন। জানিয়েছিলেন, যৌন সম্পর্ক না থাকলেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ছিল।
জানা যায়, সাম্প্রতিক ঘটনা প্রবাহে রিউচেল জাপানে একজন প্রভাবশালী এলজিবিটি ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি এমন পোশাক পরতেন, যা দিয়ে নির্দিষ্ট কোনো লিঙ্গের মানুষ চিহ্নিত করা যেত না। রিউচেল যত বিখ্যাত হয়েছেন, তাঁর প্রতি ট্রল ও সমালোচনাও তত হারে বেড়েছে।
রিউচেলের মৃত্যুর খবরে তাঁর পরিবার থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জাপানি টিভি ব্যক্তিত্ব রিউচেলকে টোকিওতে অবস্থিত একটি এজেন্ট অফিস থেকে মৃত অবস্থায় পেয়েছেন তাঁর ম্যানেজার।
২৭ বছর বয়সী রিউচেলের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, আলোচিত ওই ব্যক্তিত্ব আত্মহত্যা করেছেন কি-না তা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে রিউচেল তাঁর সহকর্মী মডেল পেকোকে বিয়ে করেছিলেন। এই জুটির একটি ছেলে সন্তানও আছে।
গত বছরের আগস্টে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় রিউচেল নিজেকে আর পুরুষ নন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে অনলাইনে প্রচুর ট্রলেরও শিকার হন তিনি।
সে সময় একটি ইনস্টাগ্রাম পোস্টে রিউচেল জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তিনি পেকো এবং তাঁদের ছেলের সঙ্গেই থাকবেন।
তবে অনেকে রিউচেলকে ‘না থাকা বাবা’ বলে অভিহিত করতেন এবং তাঁর সিদ্ধান্তের সমালোচনা করতেন। যদিও পরবর্তীতে একটি ইউটিউব ভিডিওতে রিউচেলের সঙ্গে পেকো উপস্থিত হয়েছিলেন এবং তিনি তাঁর প্রাক্তন স্বামীর পক্ষে মতামত দিয়েছিলেন। জানিয়েছিলেন, যৌন সম্পর্ক না থাকলেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ছিল।
জানা যায়, সাম্প্রতিক ঘটনা প্রবাহে রিউচেল জাপানে একজন প্রভাবশালী এলজিবিটি ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি এমন পোশাক পরতেন, যা দিয়ে নির্দিষ্ট কোনো লিঙ্গের মানুষ চিহ্নিত করা যেত না। রিউচেল যত বিখ্যাত হয়েছেন, তাঁর প্রতি ট্রল ও সমালোচনাও তত হারে বেড়েছে।
রিউচেলের মৃত্যুর খবরে তাঁর পরিবার থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
২ ঘণ্টা আগেভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স্
২ ঘণ্টা আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
৩ ঘণ্টা আগে