Ajker Patrika

থাইল্যান্ডে উৎসবে বোমা বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১: ২৬
থাইল্যান্ডে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী উমফাং শহরে একটি উৎসবে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।

উমফাং শহরের উদ্ধারকারী দলের একজন সদস্য জানিয়েছেন, মিয়ানমার সীমান্তবর্তী এই অঞ্চলটিতে একটি বার্ষিক সংগীতানুষ্ঠান হচ্ছিল। এ সময় বাইরে থেকে কেউ একজন বিস্ফোরকদ্রব্য ছুড়ে মারে। ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয় পুলিশের বক্তব্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিস্ফোরণের আগে স্থানীয় দু’টি দলের মধ্যে সেখানে মারামারি হয়েছিল। তবে আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

তিনি বিস্ফোরণের ঘটনার পর ওই অঞ্চলের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা গুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।

জিয়ারু হাংসাক নামে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত