Ajker Patrika

শীর্ষ জেনারেল বরখাস্ত, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান কিমের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯: ৫৪
শীর্ষ জেনারেল বরখাস্ত, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীকে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক মহড়া বাড়ানো এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কিম। ওই বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে শত্রু কারা, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। কেসিএনএর প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, কিম মানচিত্রে সিউল ও আশপাশের এলাকাগুলো দেখাচ্ছেন।

বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ জানায়, বৈঠকে কিম চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করেছেন। প্রায় সাত মাস তিনি দায়িত্ব পালন করেছেন। ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। রি এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং আর্মি চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত