আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এখন ক্ষমতায় সামরিক সরকার। এই সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশন কারাবন্দী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিবন্ধন বাতিল করতে চলেছে। কারণ হিসেবে তাঁরা বলছেন, গত নভেম্বরের নির্বাচন দলটি কারচুপি করে জিতেছিল। আজ শুক্রবার দেশটির এক নির্বাচন কমিশনারের বরাত দিয়ে ‘মিয়ানমার নাউ’ প্রকাশিত প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে মিয়ানমারের নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে বলেছেন, নির্বাচনে কারচুপি করা বেআইনি। তাই আমরা এনএলডির নিবন্ধন বাতিল করতে যাচ্ছি।
‘মিয়ানমার নাউ’–এর প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জান্তা সরকার দেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিল। কিন্তু সেই সভাটি বয়কট করে এনএলডিসহ মিয়ানমারে সক্রিয় সব রাজনৈতিক দল। ওই মতবিনিময় সভাতেই নির্বাচনে কারচুপির কারণ দেখিয়ে এনএলডির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণ ২ ফেব্রুয়ারি থেকে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরুর দিকে কিছুটা সংযত থাকলেও যত সময় গড়াতে থাকে ততই মারমুখী হয়ে ওঠে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলি ছোড়ে। বেশ কয়েকদিন ধরে চলা সংঘর্ষে ৮০০ জনের বেশি মানুষ নিহত হন।
অভ্যুত্থানের পরপরই সু চি ও তার দলের শীর্ষ নেতাদের আট করে সেনা সরকার। অবৈধ ওয়াকিটকি রাখা, ক্ষমতায় থাকাকালে ঘুষগ্রহণ ও রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারসহ কয়েকটি অভিযোগে বর্তমানে সু চির বিচার চলছে। তবে তাকে আদালতে সশরীরে উপস্থিত করা হচ্ছে না। শুধু ভিডিওকলের মাধ্যমে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছেন সু চি।
ঢাকা: মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এখন ক্ষমতায় সামরিক সরকার। এই সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশন কারাবন্দী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিবন্ধন বাতিল করতে চলেছে। কারণ হিসেবে তাঁরা বলছেন, গত নভেম্বরের নির্বাচন দলটি কারচুপি করে জিতেছিল। আজ শুক্রবার দেশটির এক নির্বাচন কমিশনারের বরাত দিয়ে ‘মিয়ানমার নাউ’ প্রকাশিত প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে মিয়ানমারের নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে বলেছেন, নির্বাচনে কারচুপি করা বেআইনি। তাই আমরা এনএলডির নিবন্ধন বাতিল করতে যাচ্ছি।
‘মিয়ানমার নাউ’–এর প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জান্তা সরকার দেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিল। কিন্তু সেই সভাটি বয়কট করে এনএলডিসহ মিয়ানমারে সক্রিয় সব রাজনৈতিক দল। ওই মতবিনিময় সভাতেই নির্বাচনে কারচুপির কারণ দেখিয়ে এনএলডির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণ ২ ফেব্রুয়ারি থেকে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরুর দিকে কিছুটা সংযত থাকলেও যত সময় গড়াতে থাকে ততই মারমুখী হয়ে ওঠে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলি ছোড়ে। বেশ কয়েকদিন ধরে চলা সংঘর্ষে ৮০০ জনের বেশি মানুষ নিহত হন।
অভ্যুত্থানের পরপরই সু চি ও তার দলের শীর্ষ নেতাদের আট করে সেনা সরকার। অবৈধ ওয়াকিটকি রাখা, ক্ষমতায় থাকাকালে ঘুষগ্রহণ ও রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারসহ কয়েকটি অভিযোগে বর্তমানে সু চির বিচার চলছে। তবে তাকে আদালতে সশরীরে উপস্থিত করা হচ্ছে না। শুধু ভিডিওকলের মাধ্যমে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছেন সু চি।
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
২ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৩ ঘণ্টা আগে