Ajker Patrika

পানশির নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

পানশির নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পানশির দখলের এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পানশির প্রদেশের তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)। 

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়। তালেবান আলোচনার চেষ্টা চালালেও এনআরএফ সাড়া দেয়নি। তালেবান এখন “সন্ত্রাসের” শেষ স্থানটি মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে।’

জাবিউল্লাহ বলেন, পানশির জয়ের সময় কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি। পানশির যাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা সেখানে নেই। তবে আফগানিস্তান তাদের দেশ। তারা চাইলে সেখানে আসতে পারবে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র কেন্দ্রীয় অস্ত্রাগারে জমা রাখা হবে। এ ছাড়া পানশিরে আজ থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানান তালেবানের মুখপাত্র।

তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘তালেবানের পানশির দখলের বিষয়টি সত্য নয়। টুইটারে দেওয়া একটি পোস্টেও তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করে এনআরএফ।’

এ ছাড়া এনআরএফের নেতা আহমেদ মাসুদ টুইটারে একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তালেবানের পানশির নিয়ন্ত্রণের দাবি সত্য নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত