আফগানিস্তানের পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পানশির দখলের এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পানশির প্রদেশের তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়। তালেবান আলোচনার চেষ্টা চালালেও এনআরএফ সাড়া দেয়নি। তালেবান এখন “সন্ত্রাসের” শেষ স্থানটি মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে।’
জাবিউল্লাহ বলেন, পানশির জয়ের সময় কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি। পানশির যাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা সেখানে নেই। তবে আফগানিস্তান তাদের দেশ। তারা চাইলে সেখানে আসতে পারবে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র কেন্দ্রীয় অস্ত্রাগারে জমা রাখা হবে। এ ছাড়া পানশিরে আজ থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানান তালেবানের মুখপাত্র।
তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘তালেবানের পানশির দখলের বিষয়টি সত্য নয়। টুইটারে দেওয়া একটি পোস্টেও তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করে এনআরএফ।’
এ ছাড়া এনআরএফের নেতা আহমেদ মাসুদ টুইটারে একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তালেবানের পানশির নিয়ন্ত্রণের দাবি সত্য নয়।
আফগানিস্তানের পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পানশির দখলের এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পানশির প্রদেশের তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়। তালেবান আলোচনার চেষ্টা চালালেও এনআরএফ সাড়া দেয়নি। তালেবান এখন “সন্ত্রাসের” শেষ স্থানটি মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে।’
জাবিউল্লাহ বলেন, পানশির জয়ের সময় কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি। পানশির যাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা সেখানে নেই। তবে আফগানিস্তান তাদের দেশ। তারা চাইলে সেখানে আসতে পারবে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র কেন্দ্রীয় অস্ত্রাগারে জমা রাখা হবে। এ ছাড়া পানশিরে আজ থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানান তালেবানের মুখপাত্র।
তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘তালেবানের পানশির দখলের বিষয়টি সত্য নয়। টুইটারে দেওয়া একটি পোস্টেও তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করে এনআরএফ।’
এ ছাড়া এনআরএফের নেতা আহমেদ মাসুদ টুইটারে একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তালেবানের পানশির নিয়ন্ত্রণের দাবি সত্য নয়।
আদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১৩ মিনিট আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৪ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
৪ ঘণ্টা আগে