Ajker Patrika

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ: কমপক্ষে ৬০ জনের মৃত্যু  

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০: ৪৯
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ: কমপক্ষে ৬০ জনের মৃত্যু   

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। 

এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বোমা হামলায় মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। 

এদিকে বিমানবন্দরে এই হামলার সমালোচনা করেছে তালেবান। তারা বলেছে, বিস্ফোরণের এলাকাটি মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। 

তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ইসলামিক এমিরেটস (তালেবান ঘোষিত আফগানিস্তান রাষ্ট্র) কাবুল বিমানবন্দরে বেসামরিক মানুষদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। 

তালেবানের এ মুখপাত্র বলেন, এই বিস্ফোরণ যে স্থানে ঘটেছে সেটি মার্কিন সেনাদের নিরাপত্তার দায়িত্বে ছিল।

তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে এক বিবৃবিতে বলেছেন, তাঁরা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি কঠোর নজর রাখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত