চীনের বিজ্ঞানীরা ক্যানসার চিকিৎসায় বিপ্লবী এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতির মাধ্যমে মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করা হচ্ছে।
সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, নতুন গবেষণায় বিজ্ঞানীরা টিউমারকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছেন, যেখানে এর কোষগুলোকে শূকরের কোষের মতো দেখায়। এর ফলে মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থা ওই কোষগুলোকে বহিরাগত বস্তু হিসেবে চিহ্নিত করে এবং আক্রমণ করে। গবেষণাটি গত ১৮ জানুয়ারি ‘সেল’ জার্নালে প্রকাশিত হয়েছে।
এই চিকিৎসা পদ্ধতিতে মূলত একটি বিশেষভাবে পরিবর্তিত ভাইরাস ব্যবহার করা হয়। এই ভাইরাস ক্যানসার কোষকে শূকরের কোষের মতো দেখাতে পারে। ফলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে প্রত্যাখ্যান করে এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়ে টিউমার ধ্বংস করতে শুরু করে।
আশ্চর্যজনকভাবে, এই পদ্ধতিতে শুধুমাত্র ক্যানসার কোষই ধ্বংস হয়। আর সুস্থ কোষগুলো অক্ষত থাকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই পদ্ধতিটি ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে সফল হয়েছে। বিশেষ করে যকৃৎ, ডিম্বাশয় ও ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে যাদের প্রচলিত চিকিৎসায় কাজ করছিল না, তাদের টিউমার বৃদ্ধি থেমে গেছে বা ছোট হয়ে এসেছে। এমনকি জরায়ু ক্যানসারে আক্রান্ত একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে।
গবেষক দলের প্রধান গুয়াংজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝাও ইয়ংশিয়াং বলেছেন, এই কৌশলটি ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যাদের ক্যানসার সারানো সম্ভব হচ্ছে না, তাঁদের জন্য এটি নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পদ্ধতি আরও উন্নত হয়, তবে এটি ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
চীনের বিজ্ঞানীরা ক্যানসার চিকিৎসায় বিপ্লবী এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতির মাধ্যমে মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করা হচ্ছে।
সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, নতুন গবেষণায় বিজ্ঞানীরা টিউমারকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছেন, যেখানে এর কোষগুলোকে শূকরের কোষের মতো দেখায়। এর ফলে মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থা ওই কোষগুলোকে বহিরাগত বস্তু হিসেবে চিহ্নিত করে এবং আক্রমণ করে। গবেষণাটি গত ১৮ জানুয়ারি ‘সেল’ জার্নালে প্রকাশিত হয়েছে।
এই চিকিৎসা পদ্ধতিতে মূলত একটি বিশেষভাবে পরিবর্তিত ভাইরাস ব্যবহার করা হয়। এই ভাইরাস ক্যানসার কোষকে শূকরের কোষের মতো দেখাতে পারে। ফলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে প্রত্যাখ্যান করে এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়ে টিউমার ধ্বংস করতে শুরু করে।
আশ্চর্যজনকভাবে, এই পদ্ধতিতে শুধুমাত্র ক্যানসার কোষই ধ্বংস হয়। আর সুস্থ কোষগুলো অক্ষত থাকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই পদ্ধতিটি ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে সফল হয়েছে। বিশেষ করে যকৃৎ, ডিম্বাশয় ও ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে যাদের প্রচলিত চিকিৎসায় কাজ করছিল না, তাদের টিউমার বৃদ্ধি থেমে গেছে বা ছোট হয়ে এসেছে। এমনকি জরায়ু ক্যানসারে আক্রান্ত একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে।
গবেষক দলের প্রধান গুয়াংজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝাও ইয়ংশিয়াং বলেছেন, এই কৌশলটি ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যাদের ক্যানসার সারানো সম্ভব হচ্ছে না, তাঁদের জন্য এটি নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পদ্ধতি আরও উন্নত হয়, তবে এটি ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
২০২৪ সালের মে মাসে মুজিকার ক্যানসার ধরা পড়ে। মুজিকার স্ত্রী লুসিয়া তোপোলানস্কি বেঁচে আছেন। গেরিলা যোদ্ধা থাকার সময় লুসিয়ার সঙ্গে মুজিকার পরিচয়। এই দম্পতির কোনো সন্তান নেই। মৃত্যুর আগে তিনি সেই খামারে, তাঁর পোষা কুকুরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
১১ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
১২ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১৩ ঘণ্টা আগে