শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলের রিসোর্টে এবার আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার রাতে বিলাসবহুল ওই রিসোর্টে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে রাজাপক্ষে পরিবারের আদি বাড়িতে বিক্ষোভের আগুন জ্বলেছিল।
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে রাজধানী কলম্বোর কাছের নেগোম্বো শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত বহু ঘরবাড়িসহ সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে দেশটিতে।
দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ার জেরে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটতে থাকে সহিংস ঘটনা। গত সোমবার (৯ মে) বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধ ব্যক্তিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুই দিনের সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। অগ্নিসংযোগ করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতার বসতবাড়িতে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজাপক্ষের পরিবারকে উৎসর্গ করা একটি বিতর্কিত জাদুঘরও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো আজ বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর বর্তমানে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবি তোলে বিক্ষোভকারীরা। যদিও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনো পদত্যাগ করেননি।
বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর চলমান জ্বালাও-পোড়াও থামাতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ-সম্পর্কিত এক বিবৃতিতে গতকাল তারা জানায়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে।
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলের রিসোর্টে এবার আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার রাতে বিলাসবহুল ওই রিসোর্টে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে রাজাপক্ষে পরিবারের আদি বাড়িতে বিক্ষোভের আগুন জ্বলেছিল।
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে রাজধানী কলম্বোর কাছের নেগোম্বো শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত বহু ঘরবাড়িসহ সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে দেশটিতে।
দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ার জেরে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটতে থাকে সহিংস ঘটনা। গত সোমবার (৯ মে) বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধ ব্যক্তিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুই দিনের সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। অগ্নিসংযোগ করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতার বসতবাড়িতে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজাপক্ষের পরিবারকে উৎসর্গ করা একটি বিতর্কিত জাদুঘরও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো আজ বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর বর্তমানে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবি তোলে বিক্ষোভকারীরা। যদিও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনো পদত্যাগ করেননি।
বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর চলমান জ্বালাও-পোড়াও থামাতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ-সম্পর্কিত এক বিবৃতিতে গতকাল তারা জানায়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায়, ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন...
১ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের মধ্যে অনেকেই হয়তো একে অপরকে ছেলেমানুষি নামে ডাকেন, মাঝেমধ্যে হয়তো তারা বিনোদনের জন্য কাজ থেকে সাময়িক বিরতিও নিয়ে অদ্ভুতুড়ে কাজও করেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি নিজের শিশুসুলভ চেহারার মুখোমুখি হওয়াটা কম অবাক করা নয়। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ...
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই বিষয়ে জানেন এমন পাঁচটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে