Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সেনাদের উচিত অবিলম্বে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেনাদের উচিত অবিলম্বে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনো পর্যন্ত ১৭০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। 

কাবুল বিমানবন্দরে আরও হামলা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালের বিশেষ দূত ন্যাথান সেলস বলেছেন, প্রত্যাবাসন চলাকালে পরবর্তী হামলা রুখতে যুক্তরাষ্ট্রের সেনাদের অবিলম্বে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া উচিত। 

বিবিসি টুডে অনুষ্ঠানে ন্যাথান সেলস বলেন, কাবুল বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে তালেবানকে বিশ্বাস করা যুক্তরাষ্ট্র কিংবা অন্য যেকোনো উন্নত দেশের উচিত হবে না। 

ন্যাথান সেলস আরও বলেন, কাবুল বিমানবন্দরের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি অনুযায়ী জো বাইডেনের অবশ্যই কাজ করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকার আগামী ৩১ আগস্টের মধ্যে কাবুল ত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি পুনর্বিবেচনা করা হোক। সকল মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার আগ পর্যন্ত কাবুল বিমানবন্দরের দখল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে রাখতে হবে। 

চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে বাগরাম বিমানঘাঁটি ত্যাগের সমালোচনা করে ন্যাথান সেলস বলেন, বাগরাম ঘাঁটি অনেক নিরাপদ ছিল। কাবুল বিমানবন্দরের চেয়ে বাগরাম বিমানঘাঁটি দিয়ে মার্কিনিদের সরিয়ে আনা বেশি নিরাপদ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত