ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।
ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৯ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৯ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১০ ঘণ্টা আগে