Ajker Patrika

আফগানিস্তানে বাস-তেলের ট্যাংকার সংঘর্ষ, নিহত ২১

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৫: ৫৪
আফগানিস্তানে বাস-তেলের ট্যাংকার সংঘর্ষ, নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আজ রোববার এই সড়ক দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্মকর্তারা।

ভাঙা সড়ক, মহাসড়কে অসচেতনভাবে গাড়ি চালানো ও নিয়ম-শৃঙ্খলার অভাবে দেশটিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। 

প্রাদেশিক তথ্য অধিদপ্তর এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে বলে, ‘আজ রোববার সকালে একটি ট্যাংকার, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।’ হেলমান্দ প্রদেশের গ্রিশক জেলায় হেরাত–কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

হেলমান্দের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংঘর্ষের কারণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য অধিদপ্তরের দেওয়া ছবিতে মহাসড়কজুড়ে পোড়া, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব ও চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া তেলের ট্যাংকারের কেবিন পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে পরিচ্ছন্নতাকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

আহতদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন এবং ২৭ জন ছোটখাটো আঘাত পেয়েছেন। 

হেলমান্দের ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি হেরাত শহর থেকে রাজধানী কাবুলে যাওয়ার পথে প্রথমে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসচালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় তেলের ট্যাংকারে থাকা তিনজন এবং ১৬ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত