জাপানের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা জাপান এয়ারলাইনস (জেএএল) আজ বৃহস্পতিবার একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব ঘটে। তবে সংস্থাটি জানিয়েছে, সমস্যার মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জাপান এয়ারলাইনসের বরাত দিয়ে জানিয়েছে, সাইবার আক্রমণের কারণে তাদের ২৪টি অভ্যন্তরীণ ফ্লাইট ৩০ মিনিটের বেশি সময় বিলম্বিত হয়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ব্যাগেজ চেক-ইন সিস্টেমের ত্রুটির ফলে জাপানের বিভিন্ন বিমানবন্দরে বিলম্বের সৃষ্টি হয়েছে। তবে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
জাপান এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানায়, ‘আমরা সমস্যার কারণ চিহ্নিত করেছি এবং এটি সমাধান করেছি। সিস্টেম পুনরুদ্ধার করে, পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে। আজকের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জাপান এয়ারলাইনসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জেএএল একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে।
জাপানি গণমাধ্যমের মতে, এটি একটি ডিডিওস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস) আক্রমণ হতে পারে। এই আক্রমণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সার্ভার বা ওয়েবসাইটে বিপুল চাপ সৃষ্টি করে তা অকার্যকর করার চেষ্ঠা করা হয়।
জেএএল জানায়, স্থানীয় সময় সকাল ৭টা বেজে ২৪ মিনিটে নেটওয়ার্কের ত্রুটি শুরু হয়। এরপর সকাল ৮টা বেজে ৫৬ মিনিটে সমস্যার মূল উৎস হিসেবে একটি রাউটার আলাদা করা হয়। তবে এই আক্রমণের পর বিমান পরিচালনার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি।
এদিকে সাইবার আক্রমণের খবর প্রকাশের পর জাপান এয়ারলাইনসের শেয়ার প্রায় ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে পরবর্তীতে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
জাপানে এ ধরনের সাইবার আক্রমণ নতুন নয়। ২০২৩ সালে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা ও দেশটির ব্যস্ততম সমুদ্রবন্দর নাগোয়া ‘র্যানসমওয়্যার’ নামে এক ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়। ২০২২ সালে টয়োটা কার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সাইবার আক্রমণের কারণে তাদের দেশীয় কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়।
জাপানের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা জাপান এয়ারলাইনস (জেএএল) আজ বৃহস্পতিবার একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব ঘটে। তবে সংস্থাটি জানিয়েছে, সমস্যার মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জাপান এয়ারলাইনসের বরাত দিয়ে জানিয়েছে, সাইবার আক্রমণের কারণে তাদের ২৪টি অভ্যন্তরীণ ফ্লাইট ৩০ মিনিটের বেশি সময় বিলম্বিত হয়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ব্যাগেজ চেক-ইন সিস্টেমের ত্রুটির ফলে জাপানের বিভিন্ন বিমানবন্দরে বিলম্বের সৃষ্টি হয়েছে। তবে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
জাপান এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানায়, ‘আমরা সমস্যার কারণ চিহ্নিত করেছি এবং এটি সমাধান করেছি। সিস্টেম পুনরুদ্ধার করে, পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে। আজকের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জাপান এয়ারলাইনসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জেএএল একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে।
জাপানি গণমাধ্যমের মতে, এটি একটি ডিডিওস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস) আক্রমণ হতে পারে। এই আক্রমণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সার্ভার বা ওয়েবসাইটে বিপুল চাপ সৃষ্টি করে তা অকার্যকর করার চেষ্ঠা করা হয়।
জেএএল জানায়, স্থানীয় সময় সকাল ৭টা বেজে ২৪ মিনিটে নেটওয়ার্কের ত্রুটি শুরু হয়। এরপর সকাল ৮টা বেজে ৫৬ মিনিটে সমস্যার মূল উৎস হিসেবে একটি রাউটার আলাদা করা হয়। তবে এই আক্রমণের পর বিমান পরিচালনার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি।
এদিকে সাইবার আক্রমণের খবর প্রকাশের পর জাপান এয়ারলাইনসের শেয়ার প্রায় ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে পরবর্তীতে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
জাপানে এ ধরনের সাইবার আক্রমণ নতুন নয়। ২০২৩ সালে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা ও দেশটির ব্যস্ততম সমুদ্রবন্দর নাগোয়া ‘র্যানসমওয়্যার’ নামে এক ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়। ২০২২ সালে টয়োটা কার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সাইবার আক্রমণের কারণে তাদের দেশীয় কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে