Ajker Patrika

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১: ১৯
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং অর্থনীতিতে এর প্রভাব মোকাবিলায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ করছে সাধারণ জনগণ। শনিবার (৭ আগস্ট) বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে। এ সময় ব্যাংককে ১ হাজারেরও বেশি থাই সরকারবিরোধী বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। 

যুক্তরাজ্যের গণমাধ্যমে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়য়, পুলিশ থাইল্যান্ডের রাজধানীতে ভিক্টরি স্মৃতিস্তম্ভের কাছে একটি রাস্তা বন্ধ করে দেয়। তাঁরা লাউডস্পিকারের মাধ্যমে বলতে থাকে 'আমরা এই লাইন নিয়ন্ত্রণে রেখেছি'। এদের মধ্য থেকে শতাধিক পুলিশ বিক্ষোভকারীদের জমায়েত পণ্ড করতে লাঠিপেটা শুরু করে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করতেও দেখা যায়। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী প্রায়ুথের প্রাক্তন রাজনৈতিক মিত্রসহ বেশ কয়েকটি দল সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষের হতাশা বাড়ায় এই প্রতিবাদ। 

থাইল্যান্ডে শনিবার এক দিনে প্রায় ২২ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন রেকর্ড ২১২ জন। এ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে মোট ৭ লাখ ৩৬ হাজার ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত