Ajker Patrika

জাপানে নির্বাচন, চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী ইশিবা

অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন জোট এলডিপির শিগেরু ইশিবা ২০২৪ সালের অক্টোবর থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ছবি: এএফপি
ক্ষমতাসীন জোট এলডিপির শিগেরু ইশিবা ২০২৪ সালের অক্টোবর থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ছবি: এএফপি

জাপানের উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে। নির্বাচনের আগে একাধিক জরিপে এমন আভাস পাওয়া গেছে। গত অক্টোবর মাসে নিম্নকক্ষের আকস্মিক নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এখন মূল্যস্ফীতি, রাজনৈতিক কেলেঙ্কারি ও অভিবাসন বিরোধী মনোভাবের উত্থানের কারণে তাদের ওপর জন অসন্তোষ আরও বাড়ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে প্রভাবিত হবে। এই মুহূর্তে টোকিওর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনে হেরে গেলে এই চুক্তি ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই নির্বাচন প্রধানমন্ত্রী ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎও নির্ধারণ করে দেবে। গত বছরের মতো বড় ধরনের পরাজয় তাঁকে পদত্যাগে বাধ্য করতে পারে এবং এলডিপির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে। ছোট ছোট বিরোধী দলগুলো, যারা প্রচলিত ব্যবস্থার বিরোধী বার্তা দিচ্ছে, তারা ক্ষমতাসীনদের সমর্থন কমিয়ে দিতে পারে। যদি জোট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে জাপান এক নতুন রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রবেশ করবে। কারণ এলডিপি ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শুধু মাঝখানে মাত্র কয়েক বছর বাদে প্রায় টানা ক্ষমতায় রয়েছে।

এদিকে, উগ্র ডানপন্থী পপুলিস্ট সানসেইতো পার্টির উত্থান এই নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। একসময় এটি একটি প্রান্তিক আন্দোলন ছিল, যা কোভিড-১৯ মহামারির সময় ইউটিউবে টিকাদান এবং বৈশ্বিক অভিজাতদের নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতো। এখন দলটি তাদের ‘জাপানিজ ফার্স্ট’ স্লোগান এবং অভিবাসন, বিশ্বায়ন ও বিদেশি পুঁজির সমালোচনার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করছে।

বিশ্লেষকেরা বলছেন, সানসেইতো ১০টিরও বেশি আসনে জয়লাভ করতে পারে। বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের কাছে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দলটির নেতা সোসেই কামিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’র (এএফডি) সঙ্গে তুলনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত