অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে ট্যাক্সি, অটো ও ক্যাব চালক সমিতির সদস্যরা আজ সোমবার থেকে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। দিল্লির অটো অ্যান্ড ট্যাক্সি অ্যাসোসিয়েশন এবং ভারতীয় মজদুর সংঘের একটি অংশ ১৮ ও ১৯ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। সংগঠন দুটি বলেছে, এই দুই দিন দিল্লির রাস্তায় কোনো অটো ও ক্যাব নামবে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এসব বলা হয়েছে।
দেশটিতে বেশ কয়েক দিন ধরেই অটো এবং ক্যাব চালকদের বেশ কয়েকটি ইউনিয়ন ভাড়ার কমানো এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবি করে আসছে। দিল্লি সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার করেননি ধর্মঘটকারীরা। সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া সংশোধনের জন্য একটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন ইতিমধ্যে।
দিল্লি অটো রিকশা সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি এএনআইকে জানান, তাঁরা গত ৩০ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখে তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন, যার মধ্যে সিএনজির দামে ভর্তুকির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি অভিযোগ করে বলেছেন, ‘দিল্লি সরকার আমাদের দাবিতে কর্ণপাত করছে না। আমরা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছি এবং এখন ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।’
রাজেন্দ্র সোনি আরও বলেন, ‘আমরা ভাড়া বাড়াতে চাই না, কারণ এটি সাধারণ মানুষের পকেটেও প্রভাব ফেলবে। আমাদের একমাত্র দাবি, সরকার যেন জ্বালানির দাম না বাড়ায় এবং আমাদের সিএনজির দামে ভর্তুকি দেয়। আমরা সরকারের কাছে সিএনজির দামে প্রতি কেজিকে ৩৫ রুপি ভর্তুকি দেওয়ার দাবি করেছি।’
তবে অটো ও ট্যাক্সির সঙ্গে যুক্ত আরও অনেক ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিচ্ছে না। ক্যাপিটাল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিল্লি রাজ্য সভাপতি চান্দু চৌরাসিয়া বলেছেন, ‘গ্রামীণ সেবা এবং ই-রিকশা এই ধর্মঘটে অংশ নেবে না। আমরা আমাদের সেবা চালিয়ে যাব।’ তবে চান্দু চৌরাসিয়া সিএনজিতে ভর্তুকি দেওয়ার দাবিকে সমর্থন করেন। তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই স্বস্তি পাওয়া উচিত।’
দিল্লির সর্বোদয় ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমলজিৎ গিল বলেছেন, ‘ওলা এবং উবার ক্যাব চালকেরা ১৮ এপ্রিল থেকে ধর্মঘটে যাবেন। ওলা এবং উবারের ভাড়া ২০১৫ সাল থেকে বাড়ানো হয়নি এবং আমরা এর বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি কিন্তু সরকার কর্ণপাত করেনি। এই সাত বছরে সিএনজি ও পেট্রলের দাম অনেক বেড়েছে।’
কমলজিৎ আরও বলেছেন, ‘সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ থামব না। আমাদের প্রতিবাদে লখনউ, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বাই থেকে সমর্থন রয়েছে। আগামীকাল সেখানেও ধর্মঘট শুরু হবে।’
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে ট্যাক্সি, অটো ও ক্যাব চালক সমিতির সদস্যরা আজ সোমবার থেকে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। দিল্লির অটো অ্যান্ড ট্যাক্সি অ্যাসোসিয়েশন এবং ভারতীয় মজদুর সংঘের একটি অংশ ১৮ ও ১৯ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। সংগঠন দুটি বলেছে, এই দুই দিন দিল্লির রাস্তায় কোনো অটো ও ক্যাব নামবে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এসব বলা হয়েছে।
দেশটিতে বেশ কয়েক দিন ধরেই অটো এবং ক্যাব চালকদের বেশ কয়েকটি ইউনিয়ন ভাড়ার কমানো এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবি করে আসছে। দিল্লি সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার করেননি ধর্মঘটকারীরা। সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া সংশোধনের জন্য একটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন ইতিমধ্যে।
দিল্লি অটো রিকশা সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি এএনআইকে জানান, তাঁরা গত ৩০ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখে তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন, যার মধ্যে সিএনজির দামে ভর্তুকির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি অভিযোগ করে বলেছেন, ‘দিল্লি সরকার আমাদের দাবিতে কর্ণপাত করছে না। আমরা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছি এবং এখন ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।’
রাজেন্দ্র সোনি আরও বলেন, ‘আমরা ভাড়া বাড়াতে চাই না, কারণ এটি সাধারণ মানুষের পকেটেও প্রভাব ফেলবে। আমাদের একমাত্র দাবি, সরকার যেন জ্বালানির দাম না বাড়ায় এবং আমাদের সিএনজির দামে ভর্তুকি দেয়। আমরা সরকারের কাছে সিএনজির দামে প্রতি কেজিকে ৩৫ রুপি ভর্তুকি দেওয়ার দাবি করেছি।’
তবে অটো ও ট্যাক্সির সঙ্গে যুক্ত আরও অনেক ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিচ্ছে না। ক্যাপিটাল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিল্লি রাজ্য সভাপতি চান্দু চৌরাসিয়া বলেছেন, ‘গ্রামীণ সেবা এবং ই-রিকশা এই ধর্মঘটে অংশ নেবে না। আমরা আমাদের সেবা চালিয়ে যাব।’ তবে চান্দু চৌরাসিয়া সিএনজিতে ভর্তুকি দেওয়ার দাবিকে সমর্থন করেন। তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই স্বস্তি পাওয়া উচিত।’
দিল্লির সর্বোদয় ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমলজিৎ গিল বলেছেন, ‘ওলা এবং উবার ক্যাব চালকেরা ১৮ এপ্রিল থেকে ধর্মঘটে যাবেন। ওলা এবং উবারের ভাড়া ২০১৫ সাল থেকে বাড়ানো হয়নি এবং আমরা এর বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি কিন্তু সরকার কর্ণপাত করেনি। এই সাত বছরে সিএনজি ও পেট্রলের দাম অনেক বেড়েছে।’
কমলজিৎ আরও বলেছেন, ‘সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ থামব না। আমাদের প্রতিবাদে লখনউ, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বাই থেকে সমর্থন রয়েছে। আগামীকাল সেখানেও ধর্মঘট শুরু হবে।’
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
২ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে