আজকের পত্রিকা ডেস্ক
চার বছর পর দুর্লভ প্রজাতির প্যাঁচার ছানা জন্ম নেওয়ার খবরে হংকংয়ের কাডুরি ফার্ম অ্যান্ড বোটানিক গার্ডেনে ভিড় জমিয়েছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। ফলে ছানাগুলোর নিরাপত্তা ও শান্তির স্বার্থে সংরক্ষিত ওই এলাকাটির একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত সপ্তাহে কাডুরি ফার্ম কর্তৃপক্ষ ঘোষণা করে, সেখানে চার বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রাউন উড প্যাঁচার ছানা জন্ম নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ছুটে আসেন দুর্লভ ছানাগুলো এক ঝলক দেখতে।
এই প্রজাতির প্যাঁচা তাদের গাঢ় বাদামি চোখের জন্য পরিচিত। সাধারণত ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও তাইওয়ানে দেখা গেলেও, হংকংয়ে এরা অত্যন্ত বিরল।
কাডুরি ফার্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছে—‘কিছু দর্শনার্থী ও ফটোগ্রাফার ভিড় করে এমন আচরণ করছিলেন, যা প্যাঁচাগুলোকে বিরক্ত করতে পারে। তাই আমরা সেই রাস্তা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যা প্যাঁচাগুলোর আবাসস্থলের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে।’
আরও বলা হয়, ‘আমরা বুঝি—অনেক উৎসাহী ফটোগ্রাফার এতে হতাশ হয়েছেন। তবে একটি প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা হিসেবে আমাদের অগ্রাধিকার হলো—এখানে থাকা প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা ও সুস্থতা।’
প্যাঁচা পরিবারটির সুরক্ষার জন্য বন্ধ থাকা অংশটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
গত শনিবার কাডুরি ফার্ম তাদের ফেসবুক পেজে তিনটি প্যাঁচা এবং অনেকগুলো লম্বা লেন্সের ক্যামেরা তাক করে রাখা পাখিপ্রেমীদের ছবি সংবলিত একটি কোলাজ প্রকাশ করেছিল। তবে পরে এটি সরিয়ে ফেলা হয় বলে হংকং ফ্রি প্রেস জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে এক মুখপাত্র জানান, ছবি প্রকাশের পরপরই বড় বড় ক্যামেরা নিয়ে দর্শনার্থীরা আসতে শুরু করেন। এমনকি কেউ কেউ লেজার বিম বা ‘আউল হুটার’ (প্যাঁচা ডাকানোর যন্ত্র) ব্যবহার করে প্যাঁচাদের কাছে টানার চেষ্টাও করেন।
চার বছর পর দুর্লভ প্রজাতির প্যাঁচার ছানা জন্ম নেওয়ার খবরে হংকংয়ের কাডুরি ফার্ম অ্যান্ড বোটানিক গার্ডেনে ভিড় জমিয়েছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। ফলে ছানাগুলোর নিরাপত্তা ও শান্তির স্বার্থে সংরক্ষিত ওই এলাকাটির একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত সপ্তাহে কাডুরি ফার্ম কর্তৃপক্ষ ঘোষণা করে, সেখানে চার বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রাউন উড প্যাঁচার ছানা জন্ম নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ছুটে আসেন দুর্লভ ছানাগুলো এক ঝলক দেখতে।
এই প্রজাতির প্যাঁচা তাদের গাঢ় বাদামি চোখের জন্য পরিচিত। সাধারণত ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও তাইওয়ানে দেখা গেলেও, হংকংয়ে এরা অত্যন্ত বিরল।
কাডুরি ফার্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছে—‘কিছু দর্শনার্থী ও ফটোগ্রাফার ভিড় করে এমন আচরণ করছিলেন, যা প্যাঁচাগুলোকে বিরক্ত করতে পারে। তাই আমরা সেই রাস্তা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যা প্যাঁচাগুলোর আবাসস্থলের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে।’
আরও বলা হয়, ‘আমরা বুঝি—অনেক উৎসাহী ফটোগ্রাফার এতে হতাশ হয়েছেন। তবে একটি প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা হিসেবে আমাদের অগ্রাধিকার হলো—এখানে থাকা প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা ও সুস্থতা।’
প্যাঁচা পরিবারটির সুরক্ষার জন্য বন্ধ থাকা অংশটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
গত শনিবার কাডুরি ফার্ম তাদের ফেসবুক পেজে তিনটি প্যাঁচা এবং অনেকগুলো লম্বা লেন্সের ক্যামেরা তাক করে রাখা পাখিপ্রেমীদের ছবি সংবলিত একটি কোলাজ প্রকাশ করেছিল। তবে পরে এটি সরিয়ে ফেলা হয় বলে হংকং ফ্রি প্রেস জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে এক মুখপাত্র জানান, ছবি প্রকাশের পরপরই বড় বড় ক্যামেরা নিয়ে দর্শনার্থীরা আসতে শুরু করেন। এমনকি কেউ কেউ লেজার বিম বা ‘আউল হুটার’ (প্যাঁচা ডাকানোর যন্ত্র) ব্যবহার করে প্যাঁচাদের কাছে টানার চেষ্টাও করেন।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
১ ঘণ্টা আগে