জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ হয়ে উঠেছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। ২০২৩ সালে জাপানের জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ১৯৩৩ সালের পর দেশটিতে বিয়ে নিবন্ধনের হারও সর্বনিম্নে এসে ঠেকেছে।
গবেষণায় উঠে আসা এ সংখ্যাগুলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে জনমিতির নাটকীয় চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে। এ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমিক ঘাটতি এবং অশীতিপর প্রতি ১০ জনের মধ্যে একজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক ডেটা অনুসারে, ২০২৩ সালে জাপানে টানা অষ্টমবারের মতো জন্মহার হ্রাস পেয়েছে। গত বছর দেশটিতে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশুর জন্ম হয়, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। অথচ জন্মহারের চেয়ে মৃত্যুহার ছিল দ্বিগুণের চেয়েও বেশি। গত বছরের দেশটিতে ১৫ লাখ ৯০ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়। অর্থাৎ গত বছরই দেশটির জনসংখ্যা ৮ লাখ ৩১ হাজার ৮৭২ জন হ্রাস পেয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯৪৭ এবং ১৯৪৯ সালের মধ্যে যুদ্ধোত্তর সময়ে দেশটির জন্মহার শীর্ষে ছিল। তখন প্রতি বছরে ২৫ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছিল। ১৯৭১ ও ১৯৭৪ সালের মধ্যে দেশটিতে দ্বিতীয় দফায় জন্মহারে এমন বৃদ্ধি দেখা যায়। সে সময়ে প্রতি বছরে ২০ লাখেরও বেশি শিশুর জন্ম হয়।
২০২৩ সালে দেশটিতে ৪ লাখ ৮৯ হাজার ২৮১টি বিয়ে নিবন্ধন করা হয়, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কম। প্রথমবারের মতো দেশটিতে পাঁচ লাখেরও কম বিয়ের নিবন্ধন রেকর্ড করা হয়েছে। ১৯৩৩ সালের নিবন্ধিত বিয়ের পর এ সংখ্যা সর্বনিম্ন। ওই বছর ৪ লাখ ৮৬ হাজার ৫৮টি বিয়ে রেকর্ড করা হয়েছিল। সে সময় জাপানের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি, যেখানে এখন প্রায় ১২ কোটি ৪০ লাখ।
জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ হয়ে উঠেছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। ২০২৩ সালে জাপানের জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ১৯৩৩ সালের পর দেশটিতে বিয়ে নিবন্ধনের হারও সর্বনিম্নে এসে ঠেকেছে।
গবেষণায় উঠে আসা এ সংখ্যাগুলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে জনমিতির নাটকীয় চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে। এ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমিক ঘাটতি এবং অশীতিপর প্রতি ১০ জনের মধ্যে একজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক ডেটা অনুসারে, ২০২৩ সালে জাপানে টানা অষ্টমবারের মতো জন্মহার হ্রাস পেয়েছে। গত বছর দেশটিতে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশুর জন্ম হয়, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। অথচ জন্মহারের চেয়ে মৃত্যুহার ছিল দ্বিগুণের চেয়েও বেশি। গত বছরের দেশটিতে ১৫ লাখ ৯০ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়। অর্থাৎ গত বছরই দেশটির জনসংখ্যা ৮ লাখ ৩১ হাজার ৮৭২ জন হ্রাস পেয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯৪৭ এবং ১৯৪৯ সালের মধ্যে যুদ্ধোত্তর সময়ে দেশটির জন্মহার শীর্ষে ছিল। তখন প্রতি বছরে ২৫ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছিল। ১৯৭১ ও ১৯৭৪ সালের মধ্যে দেশটিতে দ্বিতীয় দফায় জন্মহারে এমন বৃদ্ধি দেখা যায়। সে সময়ে প্রতি বছরে ২০ লাখেরও বেশি শিশুর জন্ম হয়।
২০২৩ সালে দেশটিতে ৪ লাখ ৮৯ হাজার ২৮১টি বিয়ে নিবন্ধন করা হয়, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কম। প্রথমবারের মতো দেশটিতে পাঁচ লাখেরও কম বিয়ের নিবন্ধন রেকর্ড করা হয়েছে। ১৯৩৩ সালের নিবন্ধিত বিয়ের পর এ সংখ্যা সর্বনিম্ন। ওই বছর ৪ লাখ ৮৬ হাজার ৫৮টি বিয়ে রেকর্ড করা হয়েছিল। সে সময় জাপানের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি, যেখানে এখন প্রায় ১২ কোটি ৪০ লাখ।
পশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
১ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—গাজা অঞ্চলকে ‘স্বাধীন এলাকা’ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উচিত সেখানে সরাসরি হস্তক্ষেপ করা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, যেগুলো খুবই ভালো।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ‘ফ্রিডম জোন’ বা ‘স্বাধীন অঞ্চল’ বানানোর প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে তিনি...
২ ঘণ্টা আগে