Ajker Patrika

আজই শেষ হতে পারে নেতানিয়াহুর ১২ বছরের শাসন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুন ২০২১, ১০: ৫৫
আজই শেষ হতে পারে নেতানিয়াহুর ১২ বছরের শাসন

ঢাকা : ইসরায়েলে নতুন সরকারকে আজ রোববার অনুমোদন দিতে পারে দেশটির পার্লামেন্ট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে বিরোধী দলগুলোর গঠন করা জোট সরকারকে অনুমোদনের বিষয়ে আজ রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটির দিন নির্ধারণ করা হয়েছে। আর এই ভোটাভুটির মাধ্যমে শেষ হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ১২ বছরের শাসন।

ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর দল ও বিরোধী দলগুলোর মধ্যে আসনের পার্থক্য মাত্র একটি। অর্থাৎ জোট গঠনের মাধ্যমে এক আসনে এগিয়ে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার দায়িত্ব নিতে চলেছে দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কট্টরপন্থী জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তাঁর এই সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলে গত দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, কিন্তু সরকার গঠনের মতো যথেষ্ট আসন দেশটির কোনো দলই পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত