মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁরা মিলিত হবেন। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাপ এবং ইসরায়েলের জন্য দ্বিপক্ষীয় সমর্থন জোরদারের আহ্বান জানাবেন।
ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশগুলোকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পাশাপাশি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ হিসেবেও আখ্যা দিয়েছেন বেনেত।
ভাষণে বেনেট জানান, সব জনগণের জন্য কাজ করবেন তিনি। বেনেট বলেন, এটা শোকের দিন নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পরিবর্তন হয়। এখানেও তেমনটি ঘটেছে।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের পরপরই বেনেটকে ফোন দেন বাইডেন। বাইডেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা ব্যক্ত করেন