Ajker Patrika

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার চক্রান্ত, গ্রেপ্তার ২

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২: ২২
জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার চক্রান্ত, গ্রেপ্তার ২

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে বার্মিজ দুই নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার জন্য অভিযুক্ত ওই দুই নাগরিক থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে চক্রান্ত করেছিলেন। অভিযুক্ত ওই ব্যবসায়ী মিয়ানমারের সামরিক বাহিনীর কাছেও অস্ত্র বিক্রি করে থাকেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নির কার্যালয় স্থানীয় সময় শুক্রবার জানায়, জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত ওই দুই বার্মিজ নাগরিক হচ্ছেন ২৮ বছর বয়সী ফিও হেইন তুত এবং ২০ বছর বয়সী ইয়ে হেইন জাউ। তাঁদের উভয়ের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি কর্মকর্তার ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

অভিযোগে বলা হয়, ফিও হেইন তুত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন যে থাইল্যান্ডের ওই অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং খিয়াও মোয়ে তুনকে আহত করে দায়িত্ব থেকে নামানোর পরিকল্পনা করেন। যদি খিয়াও মোয়ে তুন দায়িত্ব থেকে না সরে তাহলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ওই ব্যবসায়ী। 

মিয়ানমারের রাষ্ট্রদূতকে গাড়ি দুর্ঘটনার মাধ্যমে হত্যার জন্য পরিকল্পনা হয় বলে জানান ফিও হেইন তুত।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি খিয়াও মোয়ে তুন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার। ক্ষমতাচ্যুত হলেও জাতিসংঘে এই সরকারেরই প্রতিনিধিত্ব করেন খিয়াও মোয়ে তুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত