Ajker Patrika

সরকারি কাজ নিয়ে কখনো মিথ্যাচার করিনি: মরিসন

সরকারি কাজ নিয়ে কখনো মিথ্যাচার করিনি: মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ২০০৭ সাল থেকে সাংসদ হওয়ার পর তিনি মিথ্যা তিনি সরকারি কাজ নিয়ে কখনো মিথ্যাচার করেননি। আজ শুক্রবার তিনি ৩ এডাব্লিউ রেডিওকে এমনটি বলেন। 

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন যে সাবমেরিন তৈরির চুক্তি বাতিলের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তাঁকে মিথ্যা বলেছেন। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মরিসন বলেন, না আমি বিশ্বাস করি না। এটা রাজনীতি। আমি দায়িত্বে নিয়ে শিখেছি কোনো কিছুতে তিক্ত হতে নেই। 

সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের হুমকি মোকাবিলার উদ্দেশ্য নিয়ে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা যৌথ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একটি নিরাপত্তা চুক্তির মধ্য দিয়ে ‘অকাস’ নামের ত্রিপক্ষীয় জোট গড়ার ঘোষণা দেন। 

চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। আর এখানেই ক্ষুব্ধ হয় ফ্রান্স। কারণ, অস্ট্রেলিয়া ১২টি সাবমেরিন পেতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ২০১৬ সালে। অকাস চুক্তির পর ফ্রান্সের সঙ্গেকার সেই সাবমেরিন চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। গত মাসে জি২০ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন স্কট মরিসন মিথ্যাচার করেছেন? জবাবে  মাখোঁ বলেন, আমি মনে করি না, আমি জানি। 

সংবাদমাধ্যম গার্ডিয়ানের জরিপে দেখা গেছে, গত ১৮ মাসে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী মরিসনের জনপ্রিয়তা কমেছে। গত ফেব্রুয়ারিতে তাঁর জনপ্রিয়তা ছিল ৬৫ শতাংশ। এখন তাঁর জনপ্রিয়তা কমে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

মিত্ররাও মরিসনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বছরের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট  উরসুলা ভন ডার লিয়েনকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্বাস ঠিক না হওয়া পর্যন্ত ব্লক অস্ট্রেলিয়ার সাঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা হবে কি-না। 

ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে, ইউরোপীয় ইউনিয়ন গত মাসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পরবর্তী রাউন্ডের আলোচনা স্থগিত করেছে। 

ফ্রান্স দাবি করছে, ক্যানবেরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাথে তার চুক্তি ঘোষণা করার দিন পর্যন্ত সাবমেরিন তৈরি চুক্তি বাতিলের বিষয়ে জানানোর চেষ্টা করেনি। তবে মরিসন তা অস্বীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত