প্রেসিডেন্টের বাসভবন দখলের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের চেষ্টা চালিয়েছে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা। দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। তাঁর কার্যালয় দখলেই এগিয়েছিল জনতা। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার বিক্ষুব্ধ জনতা কলম্বোয় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে নিজেদের সুরক্ষিত রাখতে দিগ্বিদিক ছুটতে থাকে জনতা।
এদিকে, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালালেও শান্ত হচ্ছে না বিক্ষোভকারীরা। কলম্বোজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকে। একপর্যায়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় কেউ কেউ কার্যালয়ের ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। ফটক ধরে টানাটানিও শুরু হয়।
শ্রীলঙ্কায় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এ তথ্য জানিয়েছেন। বুধবার দেশটিতে জরুরি অবস্থা জারির পরপরই এমন সিদ্ধান্ত এল। বিবিসির খবরে বলা হয়েছে, সংবিধান অনুসারেই প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রনিল বিক্রমাসিংহে।
এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তিনি বুধবারই পদত্যাগ করছেন। যদিও গোতাবায়া নিজে এ ধরনের বক্তব্য সরাসরি দেননি বা জাতির উদ্দেশে জানাননি।
প্রেসিডেন্টের বাসভবন দখলের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের চেষ্টা চালিয়েছে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা। দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। তাঁর কার্যালয় দখলেই এগিয়েছিল জনতা। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার বিক্ষুব্ধ জনতা কলম্বোয় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে নিজেদের সুরক্ষিত রাখতে দিগ্বিদিক ছুটতে থাকে জনতা।
এদিকে, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালালেও শান্ত হচ্ছে না বিক্ষোভকারীরা। কলম্বোজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকে। একপর্যায়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় কেউ কেউ কার্যালয়ের ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। ফটক ধরে টানাটানিও শুরু হয়।
শ্রীলঙ্কায় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এ তথ্য জানিয়েছেন। বুধবার দেশটিতে জরুরি অবস্থা জারির পরপরই এমন সিদ্ধান্ত এল। বিবিসির খবরে বলা হয়েছে, সংবিধান অনুসারেই প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রনিল বিক্রমাসিংহে।
এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তিনি বুধবারই পদত্যাগ করছেন। যদিও গোতাবায়া নিজে এ ধরনের বক্তব্য সরাসরি দেননি বা জাতির উদ্দেশে জানাননি।
ইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
১০ মিনিট আগেফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে।
২৬ মিনিট আগেইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
১ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।
১ ঘণ্টা আগে