Ajker Patrika

চলন্ত উড়োজাহাজের দরজা খুললেন যুবক, যাত্রীরা অজ্ঞান

আপডেট : ২৬ মে ২০২৩, ১৭: ৩৮
চলন্ত উড়োজাহাজের দরজা খুললেন যুবক, যাত্রীরা অজ্ঞান

দক্ষিণ কোরিয়ায় এশিয়ানা এয়ারলাইনসের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে চলন্ত উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলার ঘটনা ঘটেছে। ওই দরজা খোলা অবস্থাতেই উড়োজাহাজটি আজ শুক্রবার দেগু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। উড়োজাহাজটি জেজু দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর এক ঘণ্টা পরই এক যুবক উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলেন। এ সময় উড়োজাহাজটি ভূপৃষ্ঠ থেকে ২৫০ মিটার ওপরে ছিল। এ ঘটনায় উড়োজাহাজের ১৯৪ আরোহীই বেঁচে আছেন। তবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়ায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি দরজা খোলার ঘটনায় অভিযুক্ত যুবককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

ওই যুবককে কেন থামানো যায়নি, এ বিষয়ে অন্য যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই সময়ে উড়োজাহাজটি অবতরণ করছিল। ওই যুবক উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টাও করেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়উড়োজাহাজের এক আরোহী দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে বলেন, ‘দরজার সামনে থাকা যাত্রীরা একে একে অজ্ঞান হয়ে পড়েন। আমি ভেবেছিলাম উড়োজাহাজটি বুঝি বিধ্বস্ত হয়ে যাবে, আর আমি মারা যাব।’ 

উড়োজাহাজে বেশ কয়েকজন স্কুলপড়ুয়া শিশুও ছিল। এক স্কুলশিক্ষার্থীর মা বলেন, শিশুরা ভয়ে কাঁদছিল। 

ওই যুবক কেন এ কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই যুবক মদ্যপ অবস্থায়ও ছিল না। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত