আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ হওয়ার কথা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইনচিয়নের পুলিশ বলেছে, দেশব্যাপী প্রায় ৪০টি স্থানে অবৈধ গোপন ক্যামেরা পাওয়া গেছে। ভোটকেন্দ্র এবং ভোট গণনাকেন্দ্রে বসান হয়েছিল এসব ক্যামেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গোপন ক্যামেরার অনেকগুলোই টেলিযোগাযোগ যন্ত্রপাতির ছদ্মবেশে রাখা ছিল।
এ ঘটনায় দায়ী সন্দেহে দক্ষিণ কোরিয়ার একজন প্রভাবশালী ইউটিউবারকে গত সপ্তাহের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটকেন্দ্রে কয়েক ডজন গোপন ক্যামেরা বসাতে তাকে সাহায্য করার অভিযোগে আরও দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
আজ সোমবার দেশটির ন্যাশনাল অফিস অব ইনভেস্টিগেশনের প্রধান বলেছেন যে, অভিযুক্ত দুজনকে খোঁজা হচ্ছে। তাদের একজন বয়স ৫০ এর ঘরে, আরেকজন প্রায় ৭০।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, এই দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি অনুপ্রবেশ এবং নিরাপত্তা আইন লঙ্ঘন।
গ্রেপ্তার হওয়া প্রভাবশালী ইউটিউবার সম্পর্কে বলা হয়েছে যে, তিনি কট্টর ডানপন্থী। নিজের ইউটিউব চ্যানেলে তিনি ইতিমধ্যে আসন্ন নির্বাচন এবং এর আগের নির্বাচনে সম্ভাব্য নির্বাচনী কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইউটিউবারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছিলেন যে, প্রাথমিক ভোটারদের সংখ্যা পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি। প্রাথমিক ভোটসংখ্যা এবং মোট ভোটসংখ্যার মধ্যে ব্যাপক গরমিল থাকার আশঙ্কা করছিলেন বলে দাবি তার।
স্ট্রেইটস টাইমস আরও বলেছে যে, গত বছর একটি উপনির্বাচনের সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ভোটকেন্দ্রেও এই ইউটিউবার ক্যামেরা স্থাপন করেছিলেন।
কোরিয়া টাইমস জানিয়েছে যে, প্রাথমিক ভোটের জন্য সাড়ে ৩ হাজারের বেশি ভোট কেন্দ্র খোলা হবে এবং এই সংখ্যার চারগুণ ভোটকেন্দ্র থাকবে আগামী ১০ এপ্রিল নির্বাচনের দিন।
আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ হওয়ার কথা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইনচিয়নের পুলিশ বলেছে, দেশব্যাপী প্রায় ৪০টি স্থানে অবৈধ গোপন ক্যামেরা পাওয়া গেছে। ভোটকেন্দ্র এবং ভোট গণনাকেন্দ্রে বসান হয়েছিল এসব ক্যামেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গোপন ক্যামেরার অনেকগুলোই টেলিযোগাযোগ যন্ত্রপাতির ছদ্মবেশে রাখা ছিল।
এ ঘটনায় দায়ী সন্দেহে দক্ষিণ কোরিয়ার একজন প্রভাবশালী ইউটিউবারকে গত সপ্তাহের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটকেন্দ্রে কয়েক ডজন গোপন ক্যামেরা বসাতে তাকে সাহায্য করার অভিযোগে আরও দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
আজ সোমবার দেশটির ন্যাশনাল অফিস অব ইনভেস্টিগেশনের প্রধান বলেছেন যে, অভিযুক্ত দুজনকে খোঁজা হচ্ছে। তাদের একজন বয়স ৫০ এর ঘরে, আরেকজন প্রায় ৭০।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, এই দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি অনুপ্রবেশ এবং নিরাপত্তা আইন লঙ্ঘন।
গ্রেপ্তার হওয়া প্রভাবশালী ইউটিউবার সম্পর্কে বলা হয়েছে যে, তিনি কট্টর ডানপন্থী। নিজের ইউটিউব চ্যানেলে তিনি ইতিমধ্যে আসন্ন নির্বাচন এবং এর আগের নির্বাচনে সম্ভাব্য নির্বাচনী কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইউটিউবারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছিলেন যে, প্রাথমিক ভোটারদের সংখ্যা পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি। প্রাথমিক ভোটসংখ্যা এবং মোট ভোটসংখ্যার মধ্যে ব্যাপক গরমিল থাকার আশঙ্কা করছিলেন বলে দাবি তার।
স্ট্রেইটস টাইমস আরও বলেছে যে, গত বছর একটি উপনির্বাচনের সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ভোটকেন্দ্রেও এই ইউটিউবার ক্যামেরা স্থাপন করেছিলেন।
কোরিয়া টাইমস জানিয়েছে যে, প্রাথমিক ভোটের জন্য সাড়ে ৩ হাজারের বেশি ভোট কেন্দ্র খোলা হবে এবং এই সংখ্যার চারগুণ ভোটকেন্দ্র থাকবে আগামী ১০ এপ্রিল নির্বাচনের দিন।
আর্থিকভাবে স্বাবলম্বী বা স্বনির্ভর হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ বা পার্মানেন্ট অ্যালিমনি মূলত সামাজিক ন্যায়বিচারের একটি ব্যবস্থা। আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে আর্থিক সমতা আনার বা বিত্তশালী হওয়ার হাতিয়ার..
১২ মিনিট আগে১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) পারভিন কাসওয়ান। ভিডিওতে দেখা যায়, রাজস্থানের মাউন্ট আবুর কাছে একটি চিতা (লেপার্ড) খাবারের খোঁজে আবর্জনার স্তূপে ঘাঁটাঘাঁটি করছে।
১৭ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ক্রমেই পুরোনো আমলের রাজা–বাদশাহদের মতো আচরণ করছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন। এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৭০ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর থেকে এ তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগেসৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যেখানে দেশটির ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে গণ্য হবে। এ চুক্তিটি অনেকটা গত মাসে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা এক চুক্তির মতো। যেখানে ঘোষিত হয়েছে, উপসাগরীয় দেশটির ওপর যেকোনো আক্রমণই আমেরিকার ‘শান্তি ও
২ ঘণ্টা আগে