অনলাইন ডেস্ক
ভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
সম্প্রতি বিমান পরিবহন রেটিং সংস্থা স্কাইট্র্যাক্স এই তালিকা প্রকাশ করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর টানা ১৩ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে।
চাঙ্গি বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয়, এটি নিজেই একটি গন্তব্য। এখানে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে লাগেজ জমা দেওয়ার সুযোগ রয়েছে, যাতে তাঁরা বিমানবন্দরের সময়টিকেও ভ্রমণের অংশ হিসেবে উপভোগ করতে পারেন। এই বিমানবন্দরের ভেতরে রয়েছে বিশাল ১০ তলা জুয়েল শপিং মল। ২০২৪ সালে এখানে ৮ কোটি মানুষের আগমন ঘটেছিল। এ ছাড়া এখানে রয়েছে একাধিক ইনডোর গার্ডেন (যার মধ্যে একটি প্রজাপতি কেন্দ্রও রয়েছে) ও ৪০ মিটার উঁচু রেইন ভর্টেক্স, যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম ঝরনা। স্পা, হোটেল, আর্ট প্রদর্শনী, একটি জাদুঘর, একটি সিনেমা হল ছাড়াও এখানে রয়েছে একটি ডাইনোসর থিম পার্ক।
স্কাইট্র্যাক্স এই বিমানবন্দরকে একটি গ্যাস্ট্রোনমিক ওয়ান্ডারল্যান্ড হিসেবেও স্বীকৃতি দিয়েছে। ৯ এপ্রিল মাদ্রিদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে এটি বিশ্বের সেরা বিমানবন্দর ডাইনিং, বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুম ও এশিয়ার সেরা বিমানবন্দরের পুরস্কারও জিতেছে।
সিএনএন বিজনেসের গত মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, চাঙ্গি বিমানবন্দর আগামী ছয় বছরে পরিষেবা ও সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ২ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে। এ ছাড়া বিমানবন্দরের বর্তমান চারটি টার্মিনালের সঙ্গে ২০৩০ সালের মধ্যে পঞ্চম টার্মিনাল চালু করার কাজ চলছে।
স্কাইট্র্যাক্সের বিশ্বব্যাপী ৫৬৫টি বিমানবন্দরের গ্রাহকদের ওপর করা জরিপে বিশ্বের দ্বিতীয় সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। স্থাপত্যশৈলী ও শিল্পকর্মের জন্য বিখ্যাত এই বিমানবন্দর বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমানবন্দর হিসেবে পরিচিত। এটি সেরা বিমানবন্দর শপিং ও মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দরের পুরস্কারও লাভ করেছে।
তালিকায় তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত দখল করেছে এশিয়ার বিমানবন্দরগুলো। তৃতীয় স্থানে রয়েছে টোকিওর হানেদা (বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দর হিসেবে নির্বাচিত), এরপর যথাক্রমে সিউলের ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর (বিশ্বের সেরা বিমানবন্দর স্টাফ হিসেবে পুরস্কৃত), নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর (টোকিওতে অবস্থিত) ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর।
শীর্ষ ২০টি বিমানবন্দরের মধ্যে নয়টি ইউরোপের। সপ্তম স্থানে থাকা প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর টানা তৃতীয়বারের মতো ইউরোপের সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে। ক্যাথলিক চার্চের জুবিলি উদ্যাপন উপলক্ষে ব্যস্ত সময় পার করা রোমের ফিউমিচিনো বিমানবন্দর অষ্টম স্থানে রয়েছে। মিউনিখ, জুরিখ ও হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর যথাক্রমে নবম, দশম ও দ্বাদশ স্থানে রয়েছে। বিস্তৃত ইস্তাম্বুল শহরের ইউরোপীয় অংশে অবস্থিত ইস্তাম্বুল বিমানবন্দর ১৪তম স্থানে রয়েছে। ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর হিসেবেও নির্বাচিত হয়েছে।
ভিয়েনা (১৫তম), কোপেনহেগেন (১৮তম) ও আমস্টারডাম শিফল (১৯তম) তালিকায় স্থান পেয়েছে। তবে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডন হিথরো কোনো পুরস্কার পায়নি।
আমেরিকা মহাদেশ থেকে একমাত্র ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর (১৩তম) এই তালিকায় স্থান পেয়েছে। কেপ টাউন বিমানবন্দর শীর্ষ ২০-এ না থাকলেও আফ্রিকা মহাদেশের সেরা বিমানবন্দর ও আফ্রিকার সেরা বিমানবন্দর স্টাফ পরিষেবার পুরস্কার জিতেছে।
শীর্ষ ২০-এর বাকি বিমানবন্দরগুলো হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (১১তম), মেলবোর্ন (১৬তম), জাপানের চুবু সেন্ট্রেইর আন্তর্জাতিক বিমানবন্দর (১৭তম, যা বিশ্বের সেরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবেও নির্বাচিত হয়েছে) ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর (২০তম)।
তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর ব্যাগেজ ডেলিভারির পুরস্কার জিতেছে, কোপেনহেগেন বিশ্বের সেরা বিমানবন্দর নিরাপত্তা প্রক্রিয়াকরণের জন্য প্রশংসিত হয়েছে ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশনের পুরস্কার লাভ করেছে।
২০২৫ সালের বিশ্বের সেরা ২০টি বিমানবন্দর—
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. টোকিও হানেদা বিমানবন্দর
৪. ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর
৫. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর
৬. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
৭. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর
৮. রোম ফিউমিচিনো বিমানবন্দর
৯. মিউনিখ বিমানবন্দর
১০. জুরিখ বিমানবন্দর
১১. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
১২. হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর
১৩. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর
১৪. ইস্তাম্বুল বিমানবন্দর
১৫. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর
১৬. মেলবোর্ন বিমানবন্দর
১৭. চুবু সেন্ট্রেইর আন্তর্জাতিক বিমানবন্দর
১৮. কোপেনহেগেন বিমানবন্দর
১৯. আমস্টারডাম শিফল বিমানবন্দর
২০. বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর
ভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
সম্প্রতি বিমান পরিবহন রেটিং সংস্থা স্কাইট্র্যাক্স এই তালিকা প্রকাশ করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর টানা ১৩ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে।
চাঙ্গি বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয়, এটি নিজেই একটি গন্তব্য। এখানে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে লাগেজ জমা দেওয়ার সুযোগ রয়েছে, যাতে তাঁরা বিমানবন্দরের সময়টিকেও ভ্রমণের অংশ হিসেবে উপভোগ করতে পারেন। এই বিমানবন্দরের ভেতরে রয়েছে বিশাল ১০ তলা জুয়েল শপিং মল। ২০২৪ সালে এখানে ৮ কোটি মানুষের আগমন ঘটেছিল। এ ছাড়া এখানে রয়েছে একাধিক ইনডোর গার্ডেন (যার মধ্যে একটি প্রজাপতি কেন্দ্রও রয়েছে) ও ৪০ মিটার উঁচু রেইন ভর্টেক্স, যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম ঝরনা। স্পা, হোটেল, আর্ট প্রদর্শনী, একটি জাদুঘর, একটি সিনেমা হল ছাড়াও এখানে রয়েছে একটি ডাইনোসর থিম পার্ক।
স্কাইট্র্যাক্স এই বিমানবন্দরকে একটি গ্যাস্ট্রোনমিক ওয়ান্ডারল্যান্ড হিসেবেও স্বীকৃতি দিয়েছে। ৯ এপ্রিল মাদ্রিদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে এটি বিশ্বের সেরা বিমানবন্দর ডাইনিং, বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুম ও এশিয়ার সেরা বিমানবন্দরের পুরস্কারও জিতেছে।
সিএনএন বিজনেসের গত মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, চাঙ্গি বিমানবন্দর আগামী ছয় বছরে পরিষেবা ও সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ২ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে। এ ছাড়া বিমানবন্দরের বর্তমান চারটি টার্মিনালের সঙ্গে ২০৩০ সালের মধ্যে পঞ্চম টার্মিনাল চালু করার কাজ চলছে।
স্কাইট্র্যাক্সের বিশ্বব্যাপী ৫৬৫টি বিমানবন্দরের গ্রাহকদের ওপর করা জরিপে বিশ্বের দ্বিতীয় সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। স্থাপত্যশৈলী ও শিল্পকর্মের জন্য বিখ্যাত এই বিমানবন্দর বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমানবন্দর হিসেবে পরিচিত। এটি সেরা বিমানবন্দর শপিং ও মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দরের পুরস্কারও লাভ করেছে।
তালিকায় তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত দখল করেছে এশিয়ার বিমানবন্দরগুলো। তৃতীয় স্থানে রয়েছে টোকিওর হানেদা (বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দর হিসেবে নির্বাচিত), এরপর যথাক্রমে সিউলের ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর (বিশ্বের সেরা বিমানবন্দর স্টাফ হিসেবে পুরস্কৃত), নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর (টোকিওতে অবস্থিত) ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর।
শীর্ষ ২০টি বিমানবন্দরের মধ্যে নয়টি ইউরোপের। সপ্তম স্থানে থাকা প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর টানা তৃতীয়বারের মতো ইউরোপের সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে। ক্যাথলিক চার্চের জুবিলি উদ্যাপন উপলক্ষে ব্যস্ত সময় পার করা রোমের ফিউমিচিনো বিমানবন্দর অষ্টম স্থানে রয়েছে। মিউনিখ, জুরিখ ও হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর যথাক্রমে নবম, দশম ও দ্বাদশ স্থানে রয়েছে। বিস্তৃত ইস্তাম্বুল শহরের ইউরোপীয় অংশে অবস্থিত ইস্তাম্বুল বিমানবন্দর ১৪তম স্থানে রয়েছে। ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর হিসেবেও নির্বাচিত হয়েছে।
ভিয়েনা (১৫তম), কোপেনহেগেন (১৮তম) ও আমস্টারডাম শিফল (১৯তম) তালিকায় স্থান পেয়েছে। তবে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডন হিথরো কোনো পুরস্কার পায়নি।
আমেরিকা মহাদেশ থেকে একমাত্র ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর (১৩তম) এই তালিকায় স্থান পেয়েছে। কেপ টাউন বিমানবন্দর শীর্ষ ২০-এ না থাকলেও আফ্রিকা মহাদেশের সেরা বিমানবন্দর ও আফ্রিকার সেরা বিমানবন্দর স্টাফ পরিষেবার পুরস্কার জিতেছে।
শীর্ষ ২০-এর বাকি বিমানবন্দরগুলো হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (১১তম), মেলবোর্ন (১৬তম), জাপানের চুবু সেন্ট্রেইর আন্তর্জাতিক বিমানবন্দর (১৭তম, যা বিশ্বের সেরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবেও নির্বাচিত হয়েছে) ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর (২০তম)।
তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর ব্যাগেজ ডেলিভারির পুরস্কার জিতেছে, কোপেনহেগেন বিশ্বের সেরা বিমানবন্দর নিরাপত্তা প্রক্রিয়াকরণের জন্য প্রশংসিত হয়েছে ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশনের পুরস্কার লাভ করেছে।
২০২৫ সালের বিশ্বের সেরা ২০টি বিমানবন্দর—
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. টোকিও হানেদা বিমানবন্দর
৪. ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর
৫. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর
৬. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
৭. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর
৮. রোম ফিউমিচিনো বিমানবন্দর
৯. মিউনিখ বিমানবন্দর
১০. জুরিখ বিমানবন্দর
১১. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
১২. হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর
১৩. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর
১৪. ইস্তাম্বুল বিমানবন্দর
১৫. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর
১৬. মেলবোর্ন বিমানবন্দর
১৭. চুবু সেন্ট্রেইর আন্তর্জাতিক বিমানবন্দর
১৮. কোপেনহেগেন বিমানবন্দর
১৯. আমস্টারডাম শিফল বিমানবন্দর
২০. বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর
ব্রিটিশ লেবার পার্টির এমপিদের চাপের মুখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনায় যুক্তরাজ্য নতুন করে আলোচনায় এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ আসন্ন জুন সম্মেলনে এমন স্বীকৃতি দেওয়ার কথা বলার পর, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওপর চাপ বেড়েছে। মাখোঁর উদ্যোগ ইউরোপ-উপসাগরীয় শান্তি প্রচেষ্টার...
৩ মিনিট আগে২০২৪ সালে জাপানের জনসংখ্যা রেকর্ড পরিমাণে কমে দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখে। আগের বছরের তুলনায় এই জনসংখ্যা ৮ লাখ ৯৮ হাজার কম। দেশটির ইতিহাসে জনসংখ্যার দিক দিয়ে এটাই সবচেয়ে বড় বার্ষিক পতন। গতকাল সোমবার জাপান সরকার নতুন এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছে।
২৫ মিনিট আগেদক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই
১ ঘণ্টা আগে