জ্বালানি ঘাটতি মোকাবিলায় নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাতি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন। এছাড়া যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্রিস বোয়েন বলেন, ‘আশা করা যায় এভাবে ব্ল্যাকআউট এড়ানো যেতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাম বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার প্রধান পাইকারি বিদ্যুতের বাজার বন্ধ হওয়ার পরে এমন নির্দেশনা এল।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। কিন্তু গত মাস থেকে দেশটি বিদ্যুতের সংকটে ভুগছে। দেশের তিন-চতুর্থাংশ বিদ্যুৎ এখনো কয়লা ব্যবহার করে উৎপাদিত হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে এটি পুনঃনির্মাণে বিনিয়োগ করে নির্গমন কমাতে যথেষ্ট কাজ করা হয়নি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় কয়লা সরবরাহে ব্যাঘাত ঘটেছে, বেশ কয়েকটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে বিভ্রাটের ঘটনা ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি শক্তির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে।
জ্বালানি ঘাটতি মোকাবিলায় নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাতি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন। এছাড়া যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্রিস বোয়েন বলেন, ‘আশা করা যায় এভাবে ব্ল্যাকআউট এড়ানো যেতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাম বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার প্রধান পাইকারি বিদ্যুতের বাজার বন্ধ হওয়ার পরে এমন নির্দেশনা এল।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। কিন্তু গত মাস থেকে দেশটি বিদ্যুতের সংকটে ভুগছে। দেশের তিন-চতুর্থাংশ বিদ্যুৎ এখনো কয়লা ব্যবহার করে উৎপাদিত হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে এটি পুনঃনির্মাণে বিনিয়োগ করে নির্গমন কমাতে যথেষ্ট কাজ করা হয়নি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় কয়লা সরবরাহে ব্যাঘাত ঘটেছে, বেশ কয়েকটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে বিভ্রাটের ঘটনা ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি শক্তির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে।
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো জেনারেলকে এই পদে উন্নীত করা হলো। এর আগে, ১৯৬৫ সালে তৎকালীন স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেই নিজেকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতি দিয়েছিলেন। তবে জেনারেল মুনির নতুন পদমর্যাদা পেলেও সেনাপ্রধান হিসেবেই তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ আবারও এশিয়ার বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিচ্ছে। আর এর পেছনে মূল চালিকা শক্তি হয়ে উঠেছে জেএন-১ নামে একটি সাবভ্যারিয়েন্ট। এটি মূলত দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতার জন্য পরিচিত ওমিক্রনের একটি শাখা।
২ ঘণ্টা আগেগ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
৩ ঘণ্টা আগেভারতের সরকার বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলোর জন্য আরও কঠোর নিয়ম প্রণয়নের পরিকল্পনা করছে। উচ্চ পর্যায়ের দুইটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। এই পদক্ষেপটি ই-কমার্স থেকে ফার্মাসিউটিক্যালস পর্যন্ত বিভিন্ন খাতের ব্যবসার ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
৪ ঘণ্টা আগে