Ajker Patrika

সন্ধ্যায় ২ ঘণ্টা বাতি বন্ধ রাখার পরামর্শ অস্ট্রেলিয়া সরকারের

আপডেট : ১৬ জুন ২০২২, ১৮: ৩৫
সন্ধ্যায় ২ ঘণ্টা বাতি বন্ধ রাখার পরামর্শ অস্ট্রেলিয়া সরকারের

জ্বালানি ঘাটতি মোকাবিলায় নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাতি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন। এছাড়া যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্রিস বোয়েন বলেন, ‘আশা করা যায় এভাবে ব্ল্যাকআউট এড়ানো যেতে পারে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাম বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার প্রধান পাইকারি বিদ্যুতের বাজার বন্ধ হওয়ার পরে এমন নির্দেশনা এল।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। কিন্তু গত মাস থেকে দেশটি বিদ্যুতের সংকটে ভুগছে। দেশের তিন-চতুর্থাংশ বিদ্যুৎ এখনো কয়লা ব্যবহার করে উৎপাদিত হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে এটি পুনঃনির্মাণে বিনিয়োগ করে নির্গমন কমাতে যথেষ্ট কাজ করা হয়নি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় কয়লা সরবরাহে ব্যাঘাত ঘটেছে, বেশ কয়েকটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে বিভ্রাটের ঘটনা ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি শক্তির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত