মিয়ানমারের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য রাখাইনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে জান্তা বাহিনী। তবে দক্ষিণে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বাড়িয়েছে। এমনটাই জানিয়েছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত রোববার মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইনের পার্বত্য অঞ্চলের শহর মাইবনের দুটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। সেখান থেকে তাদের রাজ্যের দক্ষিণ দিকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, ‘জান্তা বাহিনী যদি আমাদের সঙ্গে লড়াই করে, তবে তারা নিশ্চিতভাবে হেরে যাবে, তাই আমরা যে শহরগুলো দখল করার চেষ্টা করছি, সেখান থেকে তারা আগেভাগেই নিজেদের ফাঁড়ি ও পাহাড়চূড়া পুড়িয়ে দিয়ে সেনা প্রত্যাহার করে নিচ্ছে।’
আরাকান আর্মি জানিয়েছে, মাইবন শহরের পার্বত্য অঞ্চলে ৪০২ ও ৪০৮ নম্বর ঘাঁটি দুটি ছেড়ে গেছে। যাওয়ার আগে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা, সেখানকার অস্ত্র, গোলাবারুদ ও গোলন্দাজ ইউনিটসহ সবই পুড়িয়ে দিয়ে গেছে।
এএ আরও জানিয়েছে, তারা কেবল খালি হাতে বহনযোগ্য অস্ত্র হাতে করে নিয়ে গেছে। এ দুই ঘাঁটির সেনারা তিন কিলোমিটার উত্তর-পশ্চিমের হিন খা রাও গ্রামের দিকে গেছে। এ দুই ঘাঁটির সেনাদের বহন করতে জান্তা বাহিনী দুটি হেলিকপ্টার ব্যবহার করেছে। মোট চারবার করে যাতায়াত করেছে এই হেলিকপ্টার দুটি।
এদিকে উত্তরাঞ্চলের শহরগুলো থেকে সৈন্য প্রত্যাহার করলেও রাখাইনের দক্ষিণে শহর, গ্রাম এমনকি কৃষি খেত-খামারেও হামলা চালাচ্ছে আকাশ ও সমুদ্র থেকে। গত শনিবার জান্তার গোলাবর্ষণ ও বিমান হামলায় ৪ নম্বর কিং টেই ওয়ার্ডে দেড় শতাধিক বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া গত সপ্তাহের শেষ দিকেও দক্ষিণাঞ্চলের অন্য কয়েকটি শহরেও ব্যাপক হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
এদিকে, জান্তা বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আরাকান আর্মি বলেছে, ‘জান্তার সামরিক বাহিনী এখনো রাখাইন রাজ্যে তাদের ব্যর্থ বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং তাই তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সন্ত্রাসী পন্থা ব্যবহার করছে।’
মিয়ানমারের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য রাখাইনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে জান্তা বাহিনী। তবে দক্ষিণে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বাড়িয়েছে। এমনটাই জানিয়েছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত রোববার মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইনের পার্বত্য অঞ্চলের শহর মাইবনের দুটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। সেখান থেকে তাদের রাজ্যের দক্ষিণ দিকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, ‘জান্তা বাহিনী যদি আমাদের সঙ্গে লড়াই করে, তবে তারা নিশ্চিতভাবে হেরে যাবে, তাই আমরা যে শহরগুলো দখল করার চেষ্টা করছি, সেখান থেকে তারা আগেভাগেই নিজেদের ফাঁড়ি ও পাহাড়চূড়া পুড়িয়ে দিয়ে সেনা প্রত্যাহার করে নিচ্ছে।’
আরাকান আর্মি জানিয়েছে, মাইবন শহরের পার্বত্য অঞ্চলে ৪০২ ও ৪০৮ নম্বর ঘাঁটি দুটি ছেড়ে গেছে। যাওয়ার আগে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা, সেখানকার অস্ত্র, গোলাবারুদ ও গোলন্দাজ ইউনিটসহ সবই পুড়িয়ে দিয়ে গেছে।
এএ আরও জানিয়েছে, তারা কেবল খালি হাতে বহনযোগ্য অস্ত্র হাতে করে নিয়ে গেছে। এ দুই ঘাঁটির সেনারা তিন কিলোমিটার উত্তর-পশ্চিমের হিন খা রাও গ্রামের দিকে গেছে। এ দুই ঘাঁটির সেনাদের বহন করতে জান্তা বাহিনী দুটি হেলিকপ্টার ব্যবহার করেছে। মোট চারবার করে যাতায়াত করেছে এই হেলিকপ্টার দুটি।
এদিকে উত্তরাঞ্চলের শহরগুলো থেকে সৈন্য প্রত্যাহার করলেও রাখাইনের দক্ষিণে শহর, গ্রাম এমনকি কৃষি খেত-খামারেও হামলা চালাচ্ছে আকাশ ও সমুদ্র থেকে। গত শনিবার জান্তার গোলাবর্ষণ ও বিমান হামলায় ৪ নম্বর কিং টেই ওয়ার্ডে দেড় শতাধিক বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া গত সপ্তাহের শেষ দিকেও দক্ষিণাঞ্চলের অন্য কয়েকটি শহরেও ব্যাপক হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
এদিকে, জান্তা বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আরাকান আর্মি বলেছে, ‘জান্তার সামরিক বাহিনী এখনো রাখাইন রাজ্যে তাদের ব্যর্থ বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং তাই তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সন্ত্রাসী পন্থা ব্যবহার করছে।’
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১১ ঘণ্টা আগে