Ajker Patrika

জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পথে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৫
জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পথে

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) অধীন বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্ট আবার চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রায় দুই বছর আগে কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্টের ওপর আরোপিত একটি নিষেধাজ্ঞা আজ বুধবার তুলে নিয়েছে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর।

পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমিয়ে কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্টকে আবারও চালু করার ব্যাপারে টেপকো আগ্রহী। তবে তার আগে জাপান সাগরের উপকূলে নিগাতা অঞ্চলের স্থানীয়দের কাছ থেকে অনুমতি নিতে হবে তাদের।

৮,২১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের দিক থেকেই বন্ধ রয়েছে। ফুকুশিমা বিপর্যয়ের সেই সময়ে জাপানের সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই একে একে বন্ধ হয়ে যায়।

নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র রাখতে না পারার অভিযোগে ২০২১ সালে নিউক্লিয়ার রেগুলেশন অথোরিটি (এনআরএ) টেপকোকে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়। টেপকোর একমাত্র পরিচালনাযোগ্য বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া বন্ধ রাখার সপক্ষে বলা হয়, পারমাণবিক সামগ্রী রক্ষা করতে ব্যর্থতাসহ নিরাপত্তা লঙ্ঘনের গুরুতর অভিযোগ ছিল।

রক্ষণাবেক্ষণের ভুলের কারণে একবার পারমাণবিক কেন্দ্রটির স্পর্শকাতর অংশে একজন অননুমোদিত কর্মীও প্রবেশ করেছিলেন।

নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নতির উদ্ধৃতি দিয়ে এনআরএ আজ বলেছে, যে নিষেধাজ্ঞার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম পরিবহন বা এর চুল্লিতে জ্বালানির রড লোড করার ক্ষেত্রে টেপকোকে বাধা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আজ তুলে নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে কোম্পানির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর এনআরএ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই টেপকোর শেয়ারের মূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত