অনলাইন ডেস্ক
পাঁচ দিন ধরে রাত দিন চেষ্টা করেও কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারেননি আফগান স্কুল শিক্ষিকা শিরিন তাবরিক। দেশ ছেড়ে পালানোর চিন্তা তাই তিনি বাদ দিয়েছেন। ফিরে যাচ্ছেন গ্রামে। ভাবছেন তালেবান শাসনের সঙ্গে খাপ খাইয়ে নতুন জীবন শুরু করবেন। একই অবস্থা সাগুফতা দস্তগীরেরও। তিনি একজন ধাত্রী বিশেষজ্ঞ। সম্প্রতি তাদের সঙ্গে কথা হয় রয়টার্সের।
এক আফগান সরকারি কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী ছিলেন শিরিন তাবরিক। তার স্বামী গত ফেব্রুয়ারিতেই দেশ ছেড়েছেন। শিরিন বলেন বলেন, ‘আমেরিকানরা সব আফগানকেই অপমান করেছে। খুব গণ্যমান্য পরিবার থেকে এসেছি আমি। কিন্তু পাঁচ রাত ধরে আমি রাস্তায় ঘুমাচ্ছি।’
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে শিরিনের বাড়ি। তিনি বলেন, ‘ভাবছি বাড়িতেই আমি একটি ভালো জীবন পাব। আমাদের কিছু কৃষিজমি আছে। আমরা সেখানে গম আর ফল চাষ করি। পানির জন্য আমাদের একটি কূপও আছে। এর বেশি কিছু আর প্রয়োজন নেই। আমেরিকানরা এবার যেতে পারে, এই দেশে তাদের আর দেখতে চাই না।’
এদিকে, মাজার-ই-শরিফ থেকে কাবুলে আসা ধাত্রী বিশেষজ্ঞ সাগুফতা ইংরেজি ও জার্মান ভাষায় বেশ সাবলীল। একটি জার্মান এনজিওতে কাজও করেছেন তিনি। যদিও করোনা শুরু হওয়ার পর এনজিওটি বন্ধ হয়ে যায়। দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেলে তারা জার্মানি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ২৩ জুলাই থেকে একের পর এক ইমেইল দিয়েও তাদের সাড়া পাওয়া যায়নি। তবু অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাবা আর ভাইকে নিয়ে কাবুলে এসেছিলেন। পথে তালেবানরা থামিয়েছিল। তারা বলেছেন, ‘কাবুলে আত্মীয়র বাড়িতে যাচ্ছি।’ এত চেষ্টা করে এসেও কোনো লাভ হয়নি। জার্মানদের অপসারণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
রয়টার্সকে শাগুফতা বলেন, ‘আমি আবারও মাজারে ফিরে যাব। খুব ক্লান্ত হয়ে গেছি। আমি সব সময় জার্মানদের খুব সম্মান করি। কিন্তু এবার তাদের অন্য রূপ দেখেছি।’
পাঁচ দিন ধরে রাত দিন চেষ্টা করেও কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারেননি আফগান স্কুল শিক্ষিকা শিরিন তাবরিক। দেশ ছেড়ে পালানোর চিন্তা তাই তিনি বাদ দিয়েছেন। ফিরে যাচ্ছেন গ্রামে। ভাবছেন তালেবান শাসনের সঙ্গে খাপ খাইয়ে নতুন জীবন শুরু করবেন। একই অবস্থা সাগুফতা দস্তগীরেরও। তিনি একজন ধাত্রী বিশেষজ্ঞ। সম্প্রতি তাদের সঙ্গে কথা হয় রয়টার্সের।
এক আফগান সরকারি কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী ছিলেন শিরিন তাবরিক। তার স্বামী গত ফেব্রুয়ারিতেই দেশ ছেড়েছেন। শিরিন বলেন বলেন, ‘আমেরিকানরা সব আফগানকেই অপমান করেছে। খুব গণ্যমান্য পরিবার থেকে এসেছি আমি। কিন্তু পাঁচ রাত ধরে আমি রাস্তায় ঘুমাচ্ছি।’
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে শিরিনের বাড়ি। তিনি বলেন, ‘ভাবছি বাড়িতেই আমি একটি ভালো জীবন পাব। আমাদের কিছু কৃষিজমি আছে। আমরা সেখানে গম আর ফল চাষ করি। পানির জন্য আমাদের একটি কূপও আছে। এর বেশি কিছু আর প্রয়োজন নেই। আমেরিকানরা এবার যেতে পারে, এই দেশে তাদের আর দেখতে চাই না।’
এদিকে, মাজার-ই-শরিফ থেকে কাবুলে আসা ধাত্রী বিশেষজ্ঞ সাগুফতা ইংরেজি ও জার্মান ভাষায় বেশ সাবলীল। একটি জার্মান এনজিওতে কাজও করেছেন তিনি। যদিও করোনা শুরু হওয়ার পর এনজিওটি বন্ধ হয়ে যায়। দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেলে তারা জার্মানি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ২৩ জুলাই থেকে একের পর এক ইমেইল দিয়েও তাদের সাড়া পাওয়া যায়নি। তবু অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাবা আর ভাইকে নিয়ে কাবুলে এসেছিলেন। পথে তালেবানরা থামিয়েছিল। তারা বলেছেন, ‘কাবুলে আত্মীয়র বাড়িতে যাচ্ছি।’ এত চেষ্টা করে এসেও কোনো লাভ হয়নি। জার্মানদের অপসারণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
রয়টার্সকে শাগুফতা বলেন, ‘আমি আবারও মাজারে ফিরে যাব। খুব ক্লান্ত হয়ে গেছি। আমি সব সময় জার্মানদের খুব সম্মান করি। কিন্তু এবার তাদের অন্য রূপ দেখেছি।’
আমরা নতুন বছর ২০২৫ সালে প্রবেশ করেছি। আর ঠিক এই সময়ে আমি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অস্থির ও কঠিন সময়গুলোর কথা ভাবছি। এক নির্জন-একাকী কারা কক্ষে বন্দী থেকে আমি দেখছি, কীভাবে আমার দেশ কঠোর স্বৈরশাসনের দখলে চলে গেছে। তবু, সব প্রতিকূলতার মাঝেও আমি পাকিস্তানি জনগণের দৃঢ় মনোবল ও ন্যায়বিচারের প্রতি...
৯ মিনিট আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)—ভারত দেশটিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো আইনি মামলা দায়ের করেনি। সম্প্রতি সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও।
১ ঘণ্টা আগেস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রা শুরু করতেই এক যাত্রীকে জানালা দিয়ে কষে থাপ্পড় হাঁকিয়েছেন এক যুবক। ওই যাত্রী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো হতভম্ব! অন্যদিকে এ কাণ্ড ঘটিয়ে সটকে পড়েন থাপ্পড় দেওয়া ওই অপরিচিত ওই যুবক। আর পুরো এই বিষয়টি ভিডিও ধারণ করছিলেন তাঁর সহযোগী...
১ ঘণ্টা আগে