অনলাইন দুনিয়ায় হাজারো মেমে রয়েছে জাপানি শিবা ইনু প্রজাতির একটি কুকুরের। দুষ্টু চাহনি দিয়ে বিখ্যাত হয়ে যাওয়া সেই কুকুর সম্প্রতি মারা গেছে। মারা যাওয়ার আগে দীর্ঘ সময় লিউকোমিয়া বা ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল কুকুরটি। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাল্টজ বা বলবল নামে পরিচিত ওই কুকুরের মালিক জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রথম লিউকোমিয়া ধরা পড়ে বাল্টজের। তখন থেকেই সেটির চিকিৎসা চলছিল। গত শুক্রবার সেটির চিকিৎসার থোরাসেন্টেসিস সার্জারি করার কথা ছিল। সার্জারির মাঝপথেই মারা যায় বাল্টজ।
কুকুরটির মালিক ইনস্টাগ্রামে বাল্টজের নামে পরিচালিত একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, বাল্টজ তার ইহজাগতিক যাত্রা শেষ করেছে এবং তার ভক্তদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, সে এই পৃথিবীতে আনন্দের জন্ম দিয়েছিল।
বাল্টজের মালিক লিখেছেন, ‘গোলাকার মুখের শিবা ইনু প্রজাতির সেই কুকুর আমাদের সবাইকে এক সূত্রে গেঁথেছে। সে মহামারির সময় অনেক মানুষকে সহায়তা করেছে এবং আপনাদের অনেকের মনেই হাসির খোরাক জুগিয়েছে। কিন্তু এখন তার সময় ফুরিয়েছে। আমি বিশ্বাস করি, সে আকাশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার নতুন বন্ধুদের সঙ্গে সুস্বাদু সব খাবার খাচ্ছে।’
বাল্টজের মৃত্যুতে অনেকেই ইন্টারনেটে শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।’ আরেকজন লিখেছেন, ‘যদিও সে আর আমাদের সঙ্গে থাকবে না, তবে তার আইকনিক মিমগুলো আমাদের ডিভাইসগুলোতে ঘুরতে থাকবে।’
উল্লেখ্য, মাত্র এক বছর বয়সে বাল্টজকে হংকংয়ের একটি পরিবার তাদের বাড়িতে নিয়ে আসে। পরে ২০১৯ সালে এক আলোকচিত্রী তার সেই বিখ্যাত ‘দুষ্টু চাহনির’ ছবি তুলে ইন্টারনেটে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর সেই ছবি দিয়ে নানা ধরনের মিম তৈরি হয়।
অনলাইন দুনিয়ায় হাজারো মেমে রয়েছে জাপানি শিবা ইনু প্রজাতির একটি কুকুরের। দুষ্টু চাহনি দিয়ে বিখ্যাত হয়ে যাওয়া সেই কুকুর সম্প্রতি মারা গেছে। মারা যাওয়ার আগে দীর্ঘ সময় লিউকোমিয়া বা ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল কুকুরটি। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাল্টজ বা বলবল নামে পরিচিত ওই কুকুরের মালিক জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রথম লিউকোমিয়া ধরা পড়ে বাল্টজের। তখন থেকেই সেটির চিকিৎসা চলছিল। গত শুক্রবার সেটির চিকিৎসার থোরাসেন্টেসিস সার্জারি করার কথা ছিল। সার্জারির মাঝপথেই মারা যায় বাল্টজ।
কুকুরটির মালিক ইনস্টাগ্রামে বাল্টজের নামে পরিচালিত একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, বাল্টজ তার ইহজাগতিক যাত্রা শেষ করেছে এবং তার ভক্তদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, সে এই পৃথিবীতে আনন্দের জন্ম দিয়েছিল।
বাল্টজের মালিক লিখেছেন, ‘গোলাকার মুখের শিবা ইনু প্রজাতির সেই কুকুর আমাদের সবাইকে এক সূত্রে গেঁথেছে। সে মহামারির সময় অনেক মানুষকে সহায়তা করেছে এবং আপনাদের অনেকের মনেই হাসির খোরাক জুগিয়েছে। কিন্তু এখন তার সময় ফুরিয়েছে। আমি বিশ্বাস করি, সে আকাশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার নতুন বন্ধুদের সঙ্গে সুস্বাদু সব খাবার খাচ্ছে।’
বাল্টজের মৃত্যুতে অনেকেই ইন্টারনেটে শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।’ আরেকজন লিখেছেন, ‘যদিও সে আর আমাদের সঙ্গে থাকবে না, তবে তার আইকনিক মিমগুলো আমাদের ডিভাইসগুলোতে ঘুরতে থাকবে।’
উল্লেখ্য, মাত্র এক বছর বয়সে বাল্টজকে হংকংয়ের একটি পরিবার তাদের বাড়িতে নিয়ে আসে। পরে ২০১৯ সালে এক আলোকচিত্রী তার সেই বিখ্যাত ‘দুষ্টু চাহনির’ ছবি তুলে ইন্টারনেটে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর সেই ছবি দিয়ে নানা ধরনের মিম তৈরি হয়।
‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
১৫ মিনিট আগেসৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
৩ ঘণ্টা আগে