Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৩ 

ইন্দোনেশিয়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৩ 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়। 

জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’

২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

শর্তের জালে মার্কিন চাপ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত