Ajker Patrika

নেপালে বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২: ৫৭
Thumbnail image

নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নেপালের পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার সময় তানাহুন জেলার মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। 

পুলিশ জানিয়েছে, মারস্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের খোঁজে যৌথ অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সমন্বয়ে উদ্ধারকারী দল নিয়ে সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল রেকর্ড থেকে পাওয়া তথ্য যাচাই করে ভুক্তভোগীদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে তাঁর রাজ্যের বাসিন্দাও রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোখারা থেকে আসা বাসটি আবু খাইরানি এলাকার কাছে মারস্যাংদি নদীতে পড়ে যায়। তবে বাসটি পুরোপুরি ডুবে যায়নি। 

বাসের নম্বরপ্লেটের তথ্য অনুযায়ী, সেটি ভারতের উত্তর প্রদেশে নিবন্ধিত। বুধবার পোখারায় পৌঁছানোর পর গতকাল সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল এটি। এতে ৪১ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। 

ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে নেপালের পোখারা থেকে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুতে যাওয়ার বাস রুট বেশ জনপ্রিয়। তবে নেপালের দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলগুলোতে সরু রাস্তার কারণে মাঝেমধ্যেই দেশটিতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত